সাইফুর রহমান : রাজকীয় পদ-পদবী এবং দায়িত্ব ছেড়ে কানাড়ায় পাড়ি জমাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। এ কারণে ইতোমধ্যে সাসেক্সের প্রগমোর কটেজের কর্মচারীদেরও বিদায় করে দেয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া কর্মচারীদের বিদায় করে দেয়া হলেও স্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়া বাড়ির একজন হাউস ম্যানেজার এবং একজন ক্লিনারকে রাণীর বাসভবনেই স্থানান্তর করা হয়েছে। ইয়ন, দি সান
হ্যারি-মেগান দম্পতির রাজপ্রাসাদ ছেড়ে কানাডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্তে প্রাসাদের কর্মকর্তাদের মাঝে জল্পনা শুরু হয়েছে যে, মেগান হয়তো জীবনকে অর্থবহ করতে আর কখনোই যুক্তরাজ্যে ফিরবেন না।
এদিকে হ্যারি-ম্যাগানের প্রাসাদ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে ভীষণ মর্মাহত হয়েছেন ৯৩ বছর বয়সী রাণী এলিজাবেথ। তিনি আশা করেছিলেন এই দম্পতি রাজ পরিবারের সদস্য হিসেবেই ফুলটাইম তাদের দায়িত্ব পালন করে যাবেন। তবে রহস্যজনকভাবে তাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তিনি।
এরপর হ্যারি-মেগানের রাজ পরিবারের দায়দায়িত্ব অন্যদের মাঝে বন্টন করে দিতে স্যান্ড্রিংহামে প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম এবং হ্যারির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করেছেন রাণী। এরপর যুক্তরাজ্য এবং কানাডা সরকার ডিউক এন্ড ডাচেচ অব সাসেক্সের নিরাপত্তা এবং আবাসন বিষয়ে আলোচনাও করেছেন।
আপনার মতামত লিখুন :