সিরাজুল ইসলাম : ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান ভূপাতিতের ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যেই রাজধানী তেহরানের মোসালা মসজিদে তিনি এ নামাজে ইমামতি করবেন। বিবিসি
কর্মকর্তাদের বরাতে ইরানের মেহর নিউজ জানিয়েছে, এ নামাজে ইমামিতর সঙ্গে চলমান বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। ইসলামী প্রজাতন্ত্রের ৩৩তম বার্ষিকীতে ৮০ বছর বয়সী খামেনি সব শেষ ২০১২ সালে জুমার নামাজে ইমামতি করেছিলেন। এ নামাজে ইরানিরা তাদের ঐক্য জাঁকজমকভাবে প্রকাশ করবেন।
ওয়াশিংটনে নিয়ার ইস্ট পলিসি বিশেষজ্ঞ মেহেদী খালেজি বলেন, ওই নামাজের মাধ্যমে কর্তৃপক্ষ জাতির ঐক্যবদ্ধার একটি বার্তা দিত চাচ্ছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা অত্যন্ত দক্ষতার সঙ্গে এ কাজটি করে থাকেন জনগণের আনুগত্য প্রকাশের জন্য।
৮ জানুয়ারি তেহরানে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই মারা যান। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিশ^বিদ্যালয় এলাকায় প্রচন্ড বিক্ষোভ দেখা দেয়। তারা রেভুলেশনারি গার্ডকে খুনি বলে ¯েøাগান দিতে থাকেন।
বৃহস্পতিবার নিহতদের শেষ কৃত্যের অনুষ্ঠানের ভিডিওতে একই ধরণের ¯েøাগান শোনা গেছে। ওই দুর্ঘটনার জন্য ইরান এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্ট হাসান রুহানী বলেছেন, তদন্ত চলছে। দোষীদের বিশেষ আদালতে বিচার করা হবে। সারা বিশ^ এ বিচার দেখবে। বুধবার তিনি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। বিমান দুর্ঘটনা কিভাবে ঘটলো, তা জানাতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ স্বীকার করেছেন, দুর্ঘটনা নিয়ে প্রথমে মিথ্যাচার করেছেন। তারা সরকারকেও অন্ধকারে রেখেছিলেন।
বোয়িং ৭৩৭ তেহরানের খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়। জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাÐের প্রতিবাদে ওই দিন ভোরে বাগদাদে মাকিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। রেভুলেশনারি গার্ড বিমানটিকে মার্কিন যুদ্ধ বিমান মনে করে ভূপাতিত করে। এই বাহিনীর পক্ষে সাফাই গাইতেই খামেনি নামাজে ইমামতি করছেন বলে মনে করেন অনেকে।
আপনার মতামত লিখুন :