দেবদুলাল মুন্না : এ দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম বাজফিড নিউজ ডট কম।
একই ধরনের ঘটনায় রাজপরিবারের দুইজনের প্রতি পত্রিকাগুলো কী রকম ট্রিটমেন্ট দিয়েছে সেটির চিত্র ‘বাজফিড’ দিয়েছে।
ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো হচ্ছে, ডেইলি এক্সপ্রেস, দ্য ডেইলি মেইল, দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস ও দ্য সান ।
স্ত্রী কেট মিডলটন যখন অন্তঃসত্ত্বা, ২০১৮ সালের ২২ মার্চ ডেইলি মেইল তাদের প্রতিবেদনে লিখেছিল, ‘ডাচেসকে তাঁর পেটে অত্যন্ত যন্তের সঙ্গে হাত বোলাতে দেখা গেছে। মা হতে যাওয়া উপলক্ষে তাঁকে ভীষণ আনন্দিত মনে হচ্ছে।’ অথচ মেগান যখন অন্তঃসত্ত¡া হলেন, সেই ডেইলি মেইলই ২০১৯ সালের ২৬ মার্চ লিখেছিল, ‘গাড়িতে শিশু থাকলে যেমন পেছনে সতর্কতামূলক বার্তা লাগিয়ে রাখা হয়, মেগানকে তাঁর পেটে হাত বোলাতে দেখে তেমনটাই মনে হচ্ছে।’
কেটকে অ্যাভাকাডো উপহার দিয়েছিলেন উইলিয়াম। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর এক্সপ্রেস প্রতিবেদনে লিখেছিল, ‘স্ত্রীর সুস্থতা কামনায় উইলিয়াম একটি শিশুকে দিয়ে তাঁর স্ত্রীর কাছে সবুজ ফল (অ্যাভোকাডো) উপহার পাঠিয়েছেন। নিজের স্ত্রীর পাশাপাশি শিশুটির মায়েরও সুস্থতা কামনা করেছেন উইলিয়াম।’ কিন্তু মেগান অন্তঃসত্ত্বা থাকাকালে এক্সপ্রেস লিখেছিল, ‘মেগান গোগ্রাসে অ্যাভোকাডো খাচ্ছেন। এতে অবৈধভাবে বন উজাড় ও পরিবেশের সামগ্রিক ক্ষতি হচ্ছে।’
এর আগে হ্যারি ও মেগান নিজেরাই প্রকাশ্যে দাবি করেছিলেন, ব্রিটিশ মিডিয়া তাঁদের প্রতি অন্যায্য আচরণ করছে।
আপনার মতামত লিখুন :