সাইফুর রহমান : আজাদ কাশ্মীরে বরফে চাপা পড়া ১২ বছর বয়সী সামিনা এবং ৬ বছর বয়সী সাফিয়াকে বুধবার উদ্ধারের পর মুজাফফরাবাদের একটি হাসপাতালে নেয়া হয়েছে। আজাদ কাশ্মীরের সেরি এবং বাকওয়ালি নামক দু’টি গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। হিমবাহ আঘাত হানার পর নিজ বাড়িতে শয়নকক্ষে আটকা পড়ে তারা। দি ডন, বিবিসি
উদ্ধারের পর সামিনা জানায়, বরফের নীচে সেই কক্ষে তৈরি হওয়া ফাঁদে শুয়ে পড়েছিলো। বরফে চাপা পড়ে তার পা ভেঙ্গে যায় এবং নাক-মুখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিলো। এদিকে জীবিত উদ্ধার হলেও ৬ বছরের সাফিয়ার মাথার খুলি, মেরুদণ্ডের কশেরুকা এবং পায়ে মারাত্বক চোট লেগেছে।
কাশ্মীরের নিলম ভ্যালিতে সম্প্রতি বড় ধরনের তুষার এবং ভূমিধসে সম্প্রতি অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। হিমালয়ের এই অঞ্চলটির আবহাওয়া দুর্যোগপ্রবণ এবং সাম্প্রতিক সময়ে এটাই কোনো ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড। এবারের দুর্যোগে ভারতশাসিত কাশ্মীর ও আফগানিস্তানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :