শিরোনাম
◈ প্রাথমিকে আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা ◈ (১৬ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের শতাধিক অভিযোগ জমা পড়েছে

মাজহারুল ইসলাম : আচরণবিধি লঙ্ঘনের ওইসব অভিযোগের মধ্যে রয়েছে রঙিন পোস্টার ও ফেস্টুন, হামলা, যান চলাচলে বিঘ্ন, নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং পোস্টার ছিঁড়ে ফেলা। দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এ ধরণের লিখিত অভিযোগ দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে অনেক প্রার্থীকে ডেকে সাবধান করা হচ্ছে এবং অনেককে শোকজ করাও হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেম জানান, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে নির্বাচনী বিধি লঙ্ঘনের ৮ থেকে ১০টি অভিযোগ পাওয়া গেছে। প্রত্যেকটি অভিযোগে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি জানান, গতকাল ৫টি ওয়ার্ড পরিদর্শনকালে আমরা দুই মেয়র প্রার্থীর পোস্টার ঝুলতে দেখেছি। তবে এর মধ্যে ১টি ওয়ার্ডে একাধিক লাউড স্পিকার ব্যবহার করতে দেখে আমরা ওই কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছি। আওয়ামী লীগ বা বিএনপি’র যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আরও জানান, আমরা সম্পূর্ণ, স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করেছি। প্রত্যেকেই আমাদের প্রার্থী। কেউ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করলে অনূর্ধ্ব ৬ মাসের কারাদন্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের।

ঢাকা দক্ষিণে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বিরুদ্ধে ২ থেকে ৩’শ লোকজন নিয়ে হামলার অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জহিরুল হক ভুঁইয়া। তিনি বলেন, অভিযোগ দায়ের করার পর প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

৪৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আবদুস সাহেদ মন্টু প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে হুমকি দেয়ার অভিযোগ করেন। ১১ নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ও ফেস্টুন লাগানোর অভিযোগ করেছেন। ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লিয়াকত আলী তার বাড়ির সামনের রাস্তা দখল করে ক্যাম্প স্থাপনের অভিযোগ করেন প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে।

জানা যায়, তফসিল ঘোষণার একদিন পর ২৪ ডিসেম্বর ঢাকা দুই সিটিতে নামেন ৪৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতোমধ্যে দুই সিটির রিটার্নিং কর্মকর্তা স্ব স্ব ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ম্যাজিস্ট্রেটরা কোথায় কোথায় পরিদর্শন করেছেন, কোথায় কোথায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবং এর প্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা রিপোর্ট আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়