শিরোনাম
◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ ◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায়? রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:১৯ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি গেইল-রাসেল

আক্তারুজ্জামান : আর মাত্র দুটি ম্যাচ পরই পর্দা নামবে বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত বিশেষ বিপিএলের। যার একটি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। শিরোপা নিষ্পত্তির ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ চূড়ান্ত হবে কাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়েলস।

প্রথম কোয়ালিফায়ারে খুলনার কাছে হারায় দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হচ্ছে রাজশাহীকে। আর এলিমিনেটরে ঢাকা প্লাটুনকে বিদায় করে ফাইনালে খেলার সুযোগ টিকিয়ে রেখেছে মাহমুদউল্লাবাহিনী।

চট্টগ্রাম ও রাজশাহীর লড়াইয়ের মধ্যে আরেক লড়াই দেখা যাবে দুই ক্যারিবিয়ান সুপারস্টারের। ইউনিভার্স বস ক্রিস গেইল ও অলরাউন্ডার আন্দ্রে রাসেলের লড়াইটাও জম্পেশ হবে বলে মনে করছেন অনেকে। কেননা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইল ও রাসেল দু’জনই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন বারবার। যদিও এবারের বিপিএলে দুজনের কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

আফিফ, লিটন, মালিক, অলোক ও ইরফানকে নিয়ে গড়া রাজশাহী ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছে। তবে চট্টগ্রামের চেয়ে মানসিকভাবে পিছিয়ে থাকার কারণে ম্যাচে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। তবে অসম্ভব কিছুই না। আফিফ-লিটন জুটির পর মালিক দলকে একটু এগিয়ে নিলেই ফাইনাল খেলতে পারে উত্তরবঙ্গের দলটি।

বন্দরনগরীর দল চট্টগ্রাম তো শুরু থেকেই দুর্দান্ত খেলছে। দেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ, ইমরুল, সোহান, রুবেল ও তরুণ পেসার রানা আছেন ক্যারিয়ারসেরা ফর্মে। দেশিদের সঙ্গে বিদেশিদের মধ্যে গেইল, ওয়ালটন ও এমরিতরা নিজের নামের প্রতি সুবিচার করলেই কপাল পুড়তে পারে রাজশাহীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়