ইয়াসিন আরাফাত : গত বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের হ্যাৎসর বিমানঘাঁটি ও তৎসংলগ্ন এলাকায় ৫০ মিলিয়ন লিটার বৃষ্টিপাত হয়। এতে ভেসে যায় রানওয়ে ও দু’টি আন্ডারগ্রাউন্ড হ্যাঙ্গার। টাইমস অফ ইসরায়েল
জানা যায়, গত সপ্তাহের টানা বর্ষণের ফলে ওই হ্যাঙ্গারের ভেতরে দেড় মিটার পর্যন্ত পানি জমে যায়। ভিতরে আটকে পরা বেশ কয়েকজন কর্মকর্তাকে উদ্ধার করা হয়। এতে এফ-১৬ মডেলের ওই যুদ্ধবিমানগুলোর মধ্যে বেশ কয়েকটি ক্ষতিগ্রস্তও হয়। পানিতে ধসে পড়ে কনক্রিটের দেয়ালও।
ভারী বর্ষণের আভাস পাওয়ার পরও হ্যাঙ্গার থেকে যুদ্ধবিমানগুলো সরিয়ে না নেয়ার জন্য দুঃখ প্রকাশ করে বিমান বাহিনীর বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, হ্যাঙ্গার থেকে যুদ্ধবিমানগুলো সরিয়ে না নেয়া আমাদের ভুল ছিল। আমরা ঘটনাটির তদন্ত করছি এবং আর যেন এমন না ঘটে তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস্ ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেয়মানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনীতে সতর্কতা জারি করেছিলো ইসরায়েল সরকার। কিন্তু চলমান সেই সতর্কতার মধ্যেই যুদ্ধবিমানগুলোর ভেসে যাওয়ার ঘটনা সমালোচনার মুখে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে। সম্পাদনা : মাজহারুল ইসলাম
আপনার মতামত লিখুন :