শিরোনাম
◈ দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ, যে বার্তা দিল অধিদপ্তর ◈ বড় সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য, বাড়ছে ভাতা ◈ দুবাইতে জনপ্রিয় হচ্ছে মাসিক কিস্তিতে স্বর্ণ কেনার পদ্ধতি ◈ ৮ মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল, উদ্দেশ্য কী? ◈ প্রাথমিকের শিক্ষকদের বদলির বিষয়ে যে বার্তা দিলো শিক্ষা অধিদপ্তর ◈ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেসসচিব শফিকুল আলম ◈ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ (ভিডিও) ◈ কাশ্মীর হামলার জের: ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করলো পাকিস্তান, যাত্রী ভোগান্তির আশঙ্কা ◈ বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা? ◈ কাজী নাবিল ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রেও শেয়ার জব্দ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে টেলিফোনে পুতিনকে বললেন ম্যাক্রো

রাশিদ রিয়াজ : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। রোববার মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করার সময় দুই প্রেসিডেন্ট এ আহ্বান জানান।

ক্রেমলিন রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্প ওই টেলিফোনালাপে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। টেলিফোন সংলাপে দুই প্রেসিডেন্ট সিরিয়া পরিস্থিতি এবং ইউক্রেনে শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হয়। যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এতে স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স। ওই তিন দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করলেও পরমাণু সমঝোতা থেকে ইরানের যে আর্থিক সুবিধা পাওয়ার কথা ছিল তা তেহরানকে দিতে চরমভাবে ব্যর্থ হয়।

এর পরিপ্রেক্ষিতে ইরান ২০১৯ সালের ৮মে পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এটিতে নিজের দেয়া কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে। প্রতি দুই মাস অন্তর এভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার পর গত ৫ জানুয়ারি তেহরান পঞ্চম ও সর্বশেষবারের মতো এ পদক্ষেপ নেয়। ইরান ঘোষণা করে, দেশটি এখন থেকে পরমাণু সমঝোতার বাধ্যবাধকাগুলো মেনে চলবে না। তবে তেহরান পরমাণু সমেঝাতা রক্ষা করবে এবং ইউরোপীয়রা তাদের কথা রাখলে তেহরান এ সমঝোতার ভিত্তিতে নিজের প্রতিশ্রুতিগুলো আবার বাস্তবায়ন করা শুরু করবে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়