রাজু চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এর অন্তর্গত বেপারী পাড়ার হালিশহর রোডে অবৈধভাবে ইট ও বালুর ব্যবসা করে আসছে একটি চক্র। রাস্তা দখল করে এইভাবে ব্যবসা পরিচালনা করার ফলে পথচারীর চলাচলে অসুবিধা হয়।
চট্টগ্রাাম সিটি কর্পোরেশনের নজর এড়িয়ে কিভাবে অবৈধভাবে সড়কের উপর ব্যবসা পরিচালনা করছেন তা এলাকাবাসীর কাছে এক রহস্য হয়ে দাঁড়িয়েছে। এলাকার লোকজন বলেন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব এইচ এম সোহেল এর অনুসারি হিসাবে পরিচিত জনি নামে এক স্থানীয় নেতা তার লোকজন দিয়ে এই অবৈধভাবে রাস্তার উপর ব্যবসা পরিচালনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক বাসিন্দা জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর ছত্রছায়ায় জনি প্রকাশ জুয়ারি জনি কর্পোরেশন থেকে নার্সারি জন্য লিজ নেয়া জায়গায় অবৈধভাবে দখল করে দীর্ঘ দিন ধরে ইট,বালুর ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে এবং রাতে মাদকাসক্তদের আড্ডাস্থলে পরিণত হয়ে আসছে দীর্ঘদিন ধরে।
আশে পাশেের লোকজন জানান, অনেক বার ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করার পর ও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এই দিকে নগরীর বিভিন্ন এলাকার বিশিষ্টজনদের অভিমত চসিক মেয়র নগরীতে সৌন্দর্যবর্ধন সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও কিছু কিছু স্থানে অবৈধভাবে রাস্তা দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করার কারণে সুনাম নষ্ট হচ্ছে । সম্পাদনা:জেরিন
আপনার মতামত লিখুন :