শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখোশ পড়ে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ৩৭ জনকে চিহ্নিত করেছে দিল্লির পুলিশ

মাজহারুল ইসলাম : মুখোশধারীদের হামলার ঘটনায় শুক্রবার ৯ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে কয়েকজনের ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ।
সন্দেহভাজনের তালিকায় হামলায় আহত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষও রয়েছেন বলে দাবি করেছেন দিল্লি পুলিশের বিশেষ তদন্ত দলের ডিসিপি জয় তিরকি। সন্দেহভাজন অন্যরা হলেন, চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ওয়াসকার বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ প্যাটেল। সন্দেহভাজন ঐশী ঘোষ বাম সংগঠন নিয়ন্ত্রিত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ও যোগেন্দ্র ভরদ্বাজ এবং বিকাশ প্যাটেল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদ বা এবিভিপি’র সদস্য।

দিল্লির পুলিশের দাবি, বামপন্থী বিরোধী ঐক্য' নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের ৩৭ সদস্য জেএনইউ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত। এদের মধ্যে অন্তত ১০ জন বহিরাগত। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মোট সদস্য সংখ্যা ৬০ জন। গত ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে হামলার দিন গ্রুপটি খোলা হয়।

গত ৫ জানুয়ারি মুখোশধারীরের ওই হামলায় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ অন্তত ৩০ জন আহত হয়। তবে হামলার সময় ক্যাম্পাসে একাধিক পুলিশ থাকলেও কাউকে আটক করেনি। উল্টো ঘটনার পর আহত ঐশী ঘোষসহ ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ।এ হামলার পর দেশবাপী বিষয়টি নিয়ে আলোচিত হয়। হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলনে নামেন জেএনইউ’র শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে একাত্মতা জানান বলিউডের কয়েকজন অভিনয়শিল্পী।

দিল্লির পুলিশ জানায়, বাম সমর্থিত ছাত্র সংগঠন ও এবিভিপি দুই দলই বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালাতে বহিরাগতের সাহায্য নিয়েছিলো। হামলার দিন জেএনইউ’র ছাত্রাবাসের ফি বাড়ানোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন চলছিলো। সেই আন্দোলনকে ঘিরে ওইদিন সেখানে সংঘর্ষ হয়।
তবে দিল্লি পুলিশের অভিযোগ নিয়ে ঐশী ঘোষ বলেন, আমি ওইদিন মুখোশ পড়া অবস্থায় ছিলাম না। বরং হামলায় আমিও আক্রান্ত হয়েছিলাম। আমার রক্তে ভেজা কাপড় এখনও রয়েছে। দিল্লি পুলিশ আমাদের ফুটেজ প্রকাশ করুক। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়