শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখোশ পড়ে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ৩৭ জনকে চিহ্নিত করেছে দিল্লির পুলিশ

মাজহারুল ইসলাম : মুখোশধারীদের হামলার ঘটনায় শুক্রবার ৯ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে কয়েকজনের ছবি প্রকাশ করেছে দিল্লি পুলিশ।
সন্দেহভাজনের তালিকায় হামলায় আহত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষও রয়েছেন বলে দাবি করেছেন দিল্লি পুলিশের বিশেষ তদন্ত দলের ডিসিপি জয় তিরকি। সন্দেহভাজন অন্যরা হলেন, চুনচুন কুমার, পঙ্কজ মিশ্র, ওয়াসকার বিজয়, সুচেতা তালুকদার, প্রিয়া রঞ্জন, দোলন সাওয়ান্ত, যোগেন্দ্র ভরদ্বাজ ও বিকাশ প্যাটেল। সন্দেহভাজন ঐশী ঘোষ বাম সংগঠন নিয়ন্ত্রিত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ও যোগেন্দ্র ভরদ্বাজ এবং বিকাশ প্যাটেল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদ বা এবিভিপি’র সদস্য।

দিল্লির পুলিশের দাবি, বামপন্থী বিরোধী ঐক্য' নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের ৩৭ সদস্য জেএনইউ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত। এদের মধ্যে অন্তত ১০ জন বহিরাগত। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মোট সদস্য সংখ্যা ৬০ জন। গত ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে হামলার দিন গ্রুপটি খোলা হয়।

গত ৫ জানুয়ারি মুখোশধারীরের ওই হামলায় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষসহ অন্তত ৩০ জন আহত হয়। তবে হামলার সময় ক্যাম্পাসে একাধিক পুলিশ থাকলেও কাউকে আটক করেনি। উল্টো ঘটনার পর আহত ঐশী ঘোষসহ ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ।এ হামলার পর দেশবাপী বিষয়টি নিয়ে আলোচিত হয়। হামলাকারীদের বিচারের দাবিতে আন্দোলনে নামেন জেএনইউ’র শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে একাত্মতা জানান বলিউডের কয়েকজন অভিনয়শিল্পী।

দিল্লির পুলিশ জানায়, বাম সমর্থিত ছাত্র সংগঠন ও এবিভিপি দুই দলই বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালাতে বহিরাগতের সাহায্য নিয়েছিলো। হামলার দিন জেএনইউ’র ছাত্রাবাসের ফি বাড়ানোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন চলছিলো। সেই আন্দোলনকে ঘিরে ওইদিন সেখানে সংঘর্ষ হয়।
তবে দিল্লি পুলিশের অভিযোগ নিয়ে ঐশী ঘোষ বলেন, আমি ওইদিন মুখোশ পড়া অবস্থায় ছিলাম না। বরং হামলায় আমিও আক্রান্ত হয়েছিলাম। আমার রক্তে ভেজা কাপড় এখনও রয়েছে। দিল্লি পুলিশ আমাদের ফুটেজ প্রকাশ করুক। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়