মহসীন কবির: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন। চ্যানেল২৪
তিনি বলেন, নির্বাচনে ইভিএম ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে। গণ জোয়ারের প্রমাণটা কোথায় পাব, নির্বাচনে অথবা আন্দোলনে। আন্দোলনেও বিএনপির খরা নির্বাচনেও খরা। তাদের জোয়ার কোথায় আসলো আমরা দেখলাম না। দেশের মানুষও দেখেনি। আমরা নীতিগতভাবেই ইভিএমের পক্ষে। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। বিএনপি আসলে এনালগ বাংলাদেশ চায়। তারা ডিজিটাল বাংলাদেশ চায় না।