ইয়াসিন আরাফাত : ওয়াশিংটন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানায়, কানাডা সীমান্ত লাগোয়া ওয়াশিংটনের ব্লেইন এলাকার পিচ আর্চ সীমান্ত দিয়ে নিজ নিজ কাজ শেষে এসব ইরানি যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। সেখানে তাদের আটক করে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত নিয়ন্ত্রণ বাহিনী সিবিপি। শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর দুই পক্ষের হুমকি ও পাল্টা হুমকির মধ্যেই আটকের এই ঘটনা ঘটলো। নিউ ইয়র্ক টাইমস, মিডল ইস্ট আই
এদিকে কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) নামক এক সংস্থার বরাতে দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই জানায়, ইরানি পপ কনসার্ট উপভোগ করতে কানাডার ভাঙ্কুবারে গিয়েছিলেন ওই মার্কিন নাগরিকরা। কনসার্ট শেষে ফেরার পথে তাদেরকে আটক করে ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটকের এই ঘটনার নিন্দা জানিয়েছে ইরানিয়ান আমেরিকান কম্যুনিটি সংগঠন। এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা হোদা কাতেবি বলেন, ‘যাদের আটক করা হয়েছে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক। কোনো কারণ ছাড়াই মার্কিন নাগরিককে ১১ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাখা এবং জিজ্ঞাসাবাদ আইনত অবৈধ।’
ওই বিবৃতির পর মার্কিন সীমান্তরক্ষী বাহিনী বলছে, ইরানি বংশোদ্ভুত হওয়ার কারণে এসব লোকজনকে আটক করা হয়নি। ওই সীমান্ত দিয়ে যেই আসুক তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। এটা সীমান্তরক্ষী বাহিনীর রুটিন কাজের অংশ। সম্পাদনা : খালিদ আহমেদ
আপনার মতামত লিখুন :