শিরোনাম
◈ বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্য গ্রেফতার ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ◈ যে কারণে লাল গালিচা ব্যবহার করে খাল খননের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা ◈ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার করতে হবে: তারেক রহমান ◈ আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে কাজ করছে : হাসনাত ◈ নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ কমিশনের বিষয় নয়: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁ.শিয়ারি শিক্ষার্থীদের (ভিডিও) ◈ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় হোটেল ছাড়ছেন না ◈ ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে ◈ প্রবাসী মন্ত্রণালয়ের বিদেশগামীদের জন্য সতর্কবার্তা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ, ৩০ হাজার টাকা ও জুতাপেটা করে ঘটনা ধামাচাপা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৮) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকে চিকিৎসা খরচ বাবদ ৩০ হাজার টাকা ও ৫০টি জুতাপেটা করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী ঘেলেপাড়া গ্রামের ষাটোর্ধ আছর উদ্দিন বরই দেয়ার কথা বলে জনৈক হক সাবের ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে মুখ চেপে ধর্ষণ করে। ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে এ ঘটনা প্রকাশ পায়।
ওইদিন রাতে ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ছোরহাব উদ্দিন মেয়ের পরিবারকে ৩০ হাজার টাকা দিয়ে মিমংসার চেষ্টা করে। এতে শিশুটির পরিবার রাজি না হলে সোমবার বিকেলে ছোরহাব মেম্বারের নেতৃত্বে তার বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশে ভিকটিমের চিকিৎসা খরচ বাবদ ৩০ হাজার টাকা ও ধর্ষককে ৫০টি জুতার বাড়ি দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়।

স্থানীয় লোকজন ন্যাক্কারজনক এ ঘটনায় ধর্ষক আছর উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া জানান, ধর্ষণের ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার কোনো সুযোগ নেই।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, ঘটনাটি আমার নলেজে নেই। এখনই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়