আরিফুল ইসলাম, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুতুব উদ্দিন ভূঁইয়া নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাবেক ব্যাংক কর্মকর্তার দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবু বকর সিদ্দিক নামে সাবেক ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে সরাইল থানায় আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া ও তার ছেলে সোহেল ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। কুতুব উদ্দিন ভূঁইয়া উপজেলার অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
জানা যায়, উপজেলার অরুয়াইল বাজারে দীর্ঘ বছর যাবত আবু বকর সিদ্দিকের দখলে থাকা দোকানঘরটি কয়েকদিন আগে মেরামতের কাজ শুরু করা হয়। হঠাৎ করে এ দোকান ঘরের মালিকানা দাবি করছেন আ’লীগ নেতা কুতুব উদ্দিন। তিনি এ দোকান ঘরের মেরামত কাজে বাঁধা দেন এবং মেরামত কাজের কিছু মালামাল লুটে নেন।
অরুয়াইল বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, এ দোকানঘরের জায়গা কুতুব উদ্দিন ভূঁইয়া বহু বছর আগে ব্যাঙ্কার আবু বকর সিদ্দিকের কাছে বিক্রি করেন। এ বিষয়টি এলাকার সবাই জানেন। এতো বছর পর দোকানঘর মেরামতের সময়ে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন এখন মালিকানা দাবি করছেন।
অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী আবু তালেব জানান, এ দোকান ঘরের মালিক আবু বকর সিদ্দিক। জোরপূর্বক কুতুব উদ্দিন ভূঁইয়া এ দোকান ঘর দখলে নিতে চায়, এটা অন্যায়।
অরুয়াইল বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, কুতুব উদ্দিন ভূঁইয়া আমার আপন বড় চাচা। তার নানা অপকর্মের কারণে আমরা এলাকায় লজ্জায় মুখ দেখাতে পারি না। তিনি সরকারি রাস্তা ও তিতাস নদীর জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট বানিয়েছেন। এখন সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিকের দোকান ঘর দখল করতে চাচ্ছেন তিনি।
সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, মামলার জাল বিছিয়ে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া সরকারি জায়গা সহ বিভিন্ন জায়গা অবৈধ দখল করেছেন। এখন তিনি আমার কেনা দখলীকৃত জায়গা অবৈধ দখল করার অপচেষ্টা করছেন। আমার দোকান ঘর মেরামতে তিনি বল প্রয়োগে বাঁধা দিচ্ছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়া বলেন, এ দোকান ঘরের জায়গা আমি উচ্চ আদালতে মামলা পরিচালনা করে পেয়েছি। তাই আবু বকর সিদ্দিক এই দোকান ঘর মেরামত করতে গেলে আমি বাঁধা দেই।
অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আজাদ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। স্থানীয় লোকজন জানান, সেই দোকান ঘর দীর্ঘ বছর যাবত আবু বকর সিদ্দিকের দখলে। কিন্তু হঠাৎ কুতুব উদ্দিন ভূঁইয়া এ দোকান ঘরের জায়গার মালিকানা দাবি করছেন। শান্তি শৃঙ্খলার স্বার্থে দুইপক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।সম্পাদনা:জেরিন মাশফিক
আপনার মতামত লিখুন :