শিরোনাম
◈ ৬ মাসেও ইউনুস সরকারের খাতায় লবডঙ্কা, তাহলে রেখে কি লাভ : দুদু ◈ বিনিয়োগ সম্প্রসারণে আরব আমিরাতকে পাশে চায় ঢাকা চেম্বার ◈ দিনমজুরের সন্তান অয়ন্ত বালা বাংলাদেশ নারী ফুটবল দলে সুযোগ পেলো ◈ জলাবদ্ধতা নিরসনে ঢাকার ১৯টি খাল সংস্কার করা হবে: উপদেষ্টা ◈ ভারতের প্রতি বাংলাদেশের শত্রুতাপূর্ণ আচরণ দেখতে চাই না : জয়শঙ্কর ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ২৩ হাজার কোটি টাকা ◈ জাতিসংঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে আরো দুর্বল করবে ◈ যে কারণে খুঁটির সঙ্গে বাঁধা হয় হুমায়ূন আহমেদের প্ল্যাকার্ড! ◈ ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছেন শিবির সভাপতি (ভিডিও) ◈ এক ওভারে ১১ বল, শামির লজ্জার রেকর্ড, শীর্ষে বাংলাদেশের হাবিবুল বাশার

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে চার্চে হামলা, গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী

রাশিদ রিয়াজ : যিশুখ্রিস্টের জন্মদিন পালন ও নতুন গির্জার উদ্বোধনী অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। এই ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। প্রত্যেককে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ অস্বীকার করেছে।

দিনকয়েক আগে মেদিনীপুরের ভগবানপুর থানার উত্তর শিবরামপুর গ্রামে যিশুখ্রিস্টের জন্মদিন পালন এবং নতুন গির্জা উদ্বোধনের অনুষ্ঠান চলছিল। তাতে ভিড় জমিয়েছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী বহু মানুষ। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মানুষও ভিড় জমান গির্জায়। অভিযোগ, ওই অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী গির্জায় হামলা চালায়। তারা গির্জার জানলা, দরজা ভাঙচুর করে। এমনকী তারা গির্জায় থাকা আসবাবপত্র, পাখা এবং মাইক সেটেও ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের বাধা উপেক্ষা করে নির্বিচারে চলে ভাঙচুর। প্রত্যেককেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতেও শোনা যায়। ভাঙচুরের পর ঘটনাস্থল ছেড়ে চলে যায় হামলাকারীরা।

‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে ওই যুবকদের হামলা চালানোর ঘটনায় আতঙ্কিত ঘটনার সময় গির্জায় উপস্থিত থাকা প্রায় সকলেই। এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হয় চার্চ কর্তৃপক্ষ। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসে পুলিশ। মাত্র কয়েকদিনের মধ্যে এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হল ভুবন মণ্ডল, উৎপল মণ্ডল এবং স্বপন বর্মন। তারা প্রত্যেকে বিজেপি কর্মী বলেই এলাকায় পরিচিত। সোমবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আপাতত ওই অভিযুক্তদের জেল হেফাজতে রাখারই নির্দেশ দিয়েছেন কাঁথি মহকুমা আদালতের বিচারক।

স্থানীয়দের দাবি, সুদূর অতীতে এমন কোনও ঘটনা ঘটেছে বলে কারও মনে নেই। তবে বর্তমানে ক্রমশই বাড়ছে ধর্মীয় হানাহানির মতো এমন ঘটনা। যা চিন্তা বাড়াচ্ছে স্থানীয়দের। তবে কী সিএএ নিয়ে বিক্ষোভের আঁচেই গির্জায় হামলা চলল, সেই প্রশ্নও তুলছেন এলাকার বাসিন্দাদের একাংশ। সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়