শিরোনাম
◈ বিএসএফকে শায়েস্তা করতে বিজিবি যথেষ্ট: বিজিবি (ভিডিও) ◈ আইএসআই প্রধানের ঢাকা সফরের খবরটি ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ভারতীয় নারীদের ৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ◈ যারা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ◈ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক ◈ যে কারনে মামলা করলেন সারজিস ◈ উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে : আসিফ মাহমুদ ◈ H-1B ভিসা নিয়ে আগেই কড়াকড়ি বার্তা দিয়েছিলেন ট্রাম্প, এবার জানালেন নিজের মতামত  ◈ চীনের বাঁধ প্রকল্প: উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ-ভারতের পরিবেশ ও নিরাপত্তায় ◈ অস্তিত্বহীন ১৬ কোম্পানির বিপরীতে বেক্সিমকোর ঋণ ১২ হাজার কোটি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন, ঢাকা সিটির নির্বাচনী দৌড়ে হেভিওয়েট প্রার্থীরা

মো. তৌহিদ এলাহী : গত ২২ ডিসেম্বর দুইসিটির তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলে ২হাজার ২৬০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। উত্তর সিটিতে মেয়র পদে ১০টি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২৮টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭৭টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। ঢাকা দক্ষিণে মেয়র পদে ৮টি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১হাজার ৪৭টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯০টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

সোমবার পর্যন্ত ২সিটিতে ৩জন মেয়র প্রার্থীসহ ১৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উত্তর সিটিতে এর মধ্যে মেয়র পদে একটি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৪টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।আর দক্ষিণে মেয়র পদে দুটি, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৫৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১টি মনোনয়নপত্র জমা হয়েছে।

এদিকে, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এদিন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত ৪ মেয়রপ্রার্থীসহ হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তাদ্বয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল এবং দক্ষিণে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ও বিএনপির ইশরাক হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করলেও সোমবার পর্যন্ত তাদের কেউই জমা দেননি। আজ তারা জমা দেবেন বলে জানা গেছে।

অপরদিকে, আজ ব্যাংক হলিডে হলেও ঢাকা মহানগরীর সকল তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি নির্দেশনায় কেবল নির্বাচনকেন্দ্রিক লেনদেন ছাড়া অন্যসব লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়