শিরোনাম
◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ‘স্বর্ণ ব্যবসায়ীকে’ গুলি করে পালাল দুর্বৃত্তরা (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও) ◈ অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৮৫ ◈ এখনো পদত্যাগ করিনি: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ সালের সেরা ১০ চলচ্চিত্র

জেবা আফরোজ : ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ‘অ্যাভাটার’কে হটিয়ে বিশ্বের সবচেয়ে অর্থ উপার্জনকারী ছবি হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। প্রথম আলো

১. পেইন অ্যান্ড গ্লোরি: ২০১৯ সালের সেরা ছবি মার্টিন স্করসেজি পরিচালিত, পেইন অ্যান্ড গ্লোরি এই ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো জো পেসকি। তাদের বর্তমান বয়স ৭৫, ৭৯ ও ৭৬ বছর। ছবিটিকে বলা হচ্ছে ‘দ্য লাস্ট গ্রেট গ্যাংস্টার’ চলচ্চিত্র।

২. দ্য আইরিশম্যান: মার্টিন স্করসেজি পরিচালিত দ্যা আইরিশম্যান ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো ও জো পেসকি।

৩. ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড: প্রবাদতুল্য পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন...হলিউড’র্ শুধু হলিউডেই নয়, চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে আলোচিত বড় আয়োজনের ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। অভিনয়শিল্পীরা হলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্রাট পিট ও মারগট রোবি। ছবিতে লিওনার্দোর চরিত্রের নাম রিক ডাল্টন—১৯৬৯ সালে হলিউডের এক ওয়েস্টার্ন টিভি সিরিজে অভিনয় করা অভিনেতা। টিভি সিরিজে অভিনয়ের পর হলিউডের মূলধারায় ঢোকার জন্য সংগ্রাম করছেন রিক। রিকের সঙ্গে বহুদিন ধরে কাজ করছেন স্টান্ট ডাবল ক্লিফ বুথ। এই ক্লিফের চরিত্রে অভিনয় করছেন ব্র্যাড পিট। অস্ট্রেলীয় অভিনেত্রী মারগট রোবিকে এখানে দেখা যাবে আমেরিকান অভিনেত্রী ও মডেল শ্যারন টেইটের চরিত্রে।

৪. ম্যারেজ স্টোরি: অ্যাডাম ড্রাইভার ও স্কারলেট জোহানসন অভিনীত ‘ম্যারেজ স্টোরি’ ছবিটি আন্তর্জাতিক উৎসবগুলোতে সমাদৃত হয়। ‘ম্যারেজ স্টোরি’কে বলা হচ্ছে বছরের সবচেয়ে আবেগপূর্ণ ছবিগুলোর মধ্যে একটি।

৫. লিটল উইমেন: গ্রেটা গারউইগ পরিচালিত লিটল উইমেন ছবির গল্প ১৫০ বছর আগে লুইসা মে এলকটের লেখা উপন্যাস থেকে নেওয়া। লিটল উইমেন ছবিটি চিরসবুজ আর জীবন্ত কাহিনিকে তুলে ধরেছেন।

৬. প্যারাসাইট: দক্ষিণ কোরিয়ার পরিচালক বং জুন-হোর প্যারাসাইট ছবি থেকে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন পাম দ’র। তিনি ‘প্যারাসাইট’ ছবির জন্য এই বছর কানের সম্মানজনক পুরস্কার পেয়েছেন। অস্কারের বিদেশি ভাষার সেরা ১০ ছবির সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ‘প্যারাসাইট’।

৭. নাইভস আউট: নাইভস আউট ছবি ক্রাইম থ্রিলার ঘরানার। লেখক ও পরিচালক রিয়ান জনসন পরিচালিত , ‘০০৭’ খ্যাত ডেনিয়েল ক্রেগ অভিনীত ছবিতে দেখা যায় পরিবারের সব সদস্য মিলিত হয়েছিলেন। সেখানেই হত্যা করা হয় পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্যকে। হত্যার রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব দেওয়া হয় একজন পেশাদার গোয়েন্দাকে। কোনো সদস্য বাদ যায় না সন্দেহের তালিকা থেকে এভাবেই এগিয়ে যায় গল্প। এই ছবিতে ৩১ বছর বয়সী কিউবান অভিনয়শিল্পী আনা ডি আরমাসের অভিনয় দারুণ সমাদৃত হয়।

৮. ডোলেমাইট ইজ মাই নেইম: এডি মরফি অভিনীত, “ডোলেমাইট ইজ মাই নেইম“ বড় পর্দায় রুডি রে মুর হয়ে মার্কিন তারকা অভিনেতা, সংগীতশিল্পী ও কমেডিয়ান।

৯. আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড: মারিয়েল হিলার পরিচালিত, দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত এই ছবির বিষয় ধৈর্য ও সহিষ্ণুতা। টম হ্যাঙ্কস আর ম্যাথিউ রিস, দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক নিয়েই এই ছবির গল্প। খুব সহজভাবে বিশ্লেষণ করা হয়েছে জীবনের জটিল সম্পর্কের সমীকরণ।

১০. হাস্টলারস: নারীর গল্প নিয়ে ‘হাস্টলারস’ বছরের সবচেয়ে আলোচিত ছবির তালিকায় উঠে আসে ‘গায়িকা’ জেনিফার লোপেজ অভিনীত ছবি ‘হাস্টলারস’। নারীদের উঁচু হিল, ছোট ছোট পোশাক, পুল ড্যান্স, আলো-ঝলকানো মঞ্চ, অন্ধকার সব মিলিয়ে নারীবাদী এই ছবিকে একটা শব্দে বলা হচ্ছে ‘গ্ল্যামারাস’। ২০ মিলিয়ন ডলার খরচ হয় ছবিটি ইতিমধ্যে বক্স অফিসে তুলে এনেছে ১৫৬ মিলিয়ন ডলার; এই ছবিটি মালয়েশিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়