শিরোনাম
◈ ‌‌‘পোপ ফ্রান্সিস জানতে চাইতেন কীভাবে মাইক্রোক্রেডিট মানুষের জীবনে পরিবর্তন আনে’ ◈ দেশের ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু ◈ সারাদেশের সব পলিটেকনিকে টানা এবার শাটডাউন ঘোষণা ◈ সরকার যেসব শর্ত দিয়েছে মানবিক করিডোরের জন্য  ◈ কাঙ্ক্ষিত বাণিজ্যের জন্য পাকিস্তান-বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা ◈ আমরা আরেকটা গাজা হতে চাই না: রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে ফখরুল (ভিডিও) ◈ অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন ◈ প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ ◈ সরকারি প্রাথমিক শিক্ষকদের জন্য বেতন গ্রেড নিয়ে সুখবর ◈ বিল পরিশোধ না করায় ইউনাইটেড গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে তিন দিনব্যাপী মণিপুরি থিয়েটারের নাট্য উৎসব

হৃদয় ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মণিপুরি থিয়েটারের নটমন্ডপে বুধবার (২৫ ডিসেম্বর) থেকে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হচ্ছে।

এটি মণিপুরি থিয়েটারের নতুন প্রযোজনা 'ও মন পাহিয়া'। নাটকটির পাঁচটি প্রদর্শণী নিয়ে একক উৎসবের আয়োজন করা হয়েছে।  'ও মন পাহিয়া' নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন শুভাশিস সিনহা। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টা, ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জের মণিপুরি থিয়েটারের নটমন্ডপে নাটকটি প্রদর্শিত হবে।

রচনা ও নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা। নাটকের নির্দেশক ও মণিপুরী থিয়েটারের নির্বাহী প্রধান শুভাশীস বলেন, দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকাল ও সন্ধ্যায় মণিপুরি থিয়েটারে নাটক দেখতে চলে আসার আহ্বান জানাচ্ছি।

এ নাটকের অন্যতম সাড়া জাগানো শিল্পী মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, 'নিয়মিত শো-র আয়োজন করা খুব মুশকিল। এ জন্য টানা প্রদর্শণী হবে। এখানে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের সম্মিলন ঘটে। এটা খুব আনন্দের। আশা করি, তিন দিনই জমে উঠবে আমাদের নটমন্ডপ।' প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী প্রদর্শণী হয় 'ও মন পাহিয়া' নাটকটির। যার ইংরেজি নাম 'দ্য ফ্লাইং হার্ট'। আফ্রিকান একটা মিথকে উপজীব্য করে নাটকের গল্প গড়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়