দেবদুলাল মুন্না : আজ শুভ বড়দিন। খ্রীষ্ট্র ধর্মাবলম্বীদের বড়ো উৎসব। এদিনে যিশু জন্মেছিলেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বড়দিন উপলক্ষে রাজধানীসহ দেশের গির্জাগুলো সাজানো হয়েছে জমকালো সজ্জায়।
কেন এই দিনটিকে বড়দিন বলা হয়? ওয়ালশ ব্রিটিং ‘বিগ ডে ফর জেসুস’ বই এ বলা হয়েছে,বাইবেলে যীশুর কোনও জন্মতারিখ দেয়া নেই। তবে ৩৩৬ খ্রিস্টাব্দে অর্থাৎ যীশুর জন্মের আগে রোমে প্রথম খ্রিস্টান সম্রাটের আমলে ২৫ ডিসেম্বর প্রথম বড়দিন উদযাপিত হয়েছিলো। এর আগে বিভিন্ন তারিখে এদিন পালিত হতো। পরে যীশুর জন্মের সময় গণনা বরে বের করা হয় ২৫ ডিসেম্বরই যীশু জন্মেছিলেন। ফলে পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে যীশুর জন্মদিন হিসেবে ঘোষণা দেন। তাই এ দিন বড়োদিন।
মঙ্গলবার পোপ ফ্রান্সিস এক বার্তায় জানান, এখন ক্রিসমাস ট্রি বিশ্বে নকল গাছ দিয়েই তৈরি করা হয়। কিন্তু একসময় আসল গাছ কেটে তৈরি করা হতো। ফলে পরিবেশের ক্ষতি হতো।
আজ সান্টাক্লজ আসবেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে। কথিত আছে,তিনি চিরতুষারাবৃত এক দেশে বাস করেন। আবার আমেরিকান উপাখ্যান অনুসারে, তার নিবাস উত্তর মেরুতে। সান্টাক্লজ তার স্ত্রী মিসেস ক্লজ, অসংখ্য জাদুক্ষমতাসম্পন্ন এলফ, এবং আট-নয়টি উড়ন্ত বলগাহরিণের সঙ্গে বাস করেন। তিনি ‘ভালো শিশুদের’ এদিন উপহার দেন।
আপনার মতামত লিখুন :