আসিফুজ্জামান পৃথিল : অমিত শাহ বলেছেন, প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য যা করা দরকার সবই করবে কেন্দ্র। দিল্লির দ্বারকায় এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা কিছুই হোক না কেনো, মোদী সরকার এই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়া এবং ভারতীয় হিসেবে গর্বিত হয়ে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করবে। এনডিটিভি
তিনি আরও বলেন, এই আইনের উদ্দেশ্য পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে যে অমুসলিম সংখ্যালঘুরা ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন, তাদের ভারতের নাগরিকত্ব দেয়া। তিনি বিরোধীদের সেইসব দেশে থাকা শরণার্থীদের জীবনযাপনের বিষয়ে খোঁজখবর করতেও বলেছেন। মুর্শিদাবাদে ট্রেনে আগুন দেয়া নিয়ে মঙ্গলবার প্রতিমন্ত্রী সতর্ক করে বলেছেন, এই ধরণের কাজে জড়িতদের দেখামাত্রই গুলি করবে কর্তৃপক্ষ।
সুরেশ অঙ্গদি সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, জেলা প্রশাসন এবং রেলের কর্তৃপক্ষকে বলেছি, কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাদের দেখামাত্র গুলি করতে হবে। কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে আমি এই নির্দেশ দিচ্ছি। দেশজুড়ে নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদের আবহেই এ বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি আরও বলেন, যেখানে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বের রাজ্যে রেল ব্যাপক ক্ষতির সম্মুখীন, সেখানে এই ধরণের কাজকে বরদাস্ত করা হবে না। সম্পাদনা : মাজহারুল ইসলাম
আপনার মতামত লিখুন :