স্পোর্টস ডেস্ক : এটা তো স্বপ্নই মনে হতে পারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশ্চানের কাছে। কেননা মাস দুয়েক আগেও যখন তালিকার কোথাও খুঁজে পাওয়া যেতো না, সেই লাবুশ্চানে এখন আইসিসির র্যাংকিংয়ে সেরা পাঁচে। তাও সেটা ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টের ব্যাটসম্যান ক্যাটাগরিতে। স্টিভেন স্মিথের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া লাবুশ্চানে এখন অন্যতম ভরসার নাম। আইসিসির সদ্য ঘোষিত র্যাংকিংয়ে পাঁচে আছেন লাবুশ্চানে। উন্নতি করেছেন ব্যাটসম্যান বাবর আজম, রস টেলর, বোলার মিচেল স্টার্ক, টিম সাউদিরা।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই শতক হাঁকিয়েছিলেন লাবুশ্চানে। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখেন তিনি। তবে অল্পের জন্য টানা তিন টেস্টের এক ইনিংসে দেড় শতাধিক রান করার রেকর্ড স্পর্শ করতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে তিনি ছিলেন অষ্টম স্থানে। পার্থ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ ও ৫০ রান করার পরে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে। অথচ বছরের শুরুতে তিনি ছিলেন ১১০তম। তবে দুই ধাপ পিছিয়েছেন ডেভিড ওয়ার্নার।
আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে আরও ব্যাটসম্যানদের স্থানের রদবদল হয়েছে। পাকিস্তানি ব্যাটসম্যান বাবর চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ম স্থানে। কিউই ব্যাটসম্যান টেলর এগিয়েছেন ৫ ধাপ, এখন আছেন ১১তম স্থানে। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস, ট্রেভিস হেড যথাক্রমে ২৩ ও ৩২ স্থানে উঠে এসেছেন।
লঙ্কান ব্যাটসম্যান ডি সিলভা ৮ ধাপ এগিয়ে এসেছেন ৩৫তম স্থানে। এছাড়া কলিন ডি গ্রান্ডহোম ও জো বানর্স উঠে এসেছেন যথাক্রমে ৪০ ও ৫৮তম স্থানে। আবিদ আলি প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন ৭৮তম স্থানে।
বোলিং র্যাঙ্কিংয়ের প্রথম দুই স্থানে কোনো পরিবর্তন না আসলেও বাকি ৮টি স্থানেই পরিবর্তন এসেছে। অজি পেসার মিচেল স্টার্ক ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে। টিম সাউদি তিন ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন।
আইসিসি টেস্ট ব্যাটসম্যন র্যাঙ্কিংয়ের সেরা দশ-
১. বিরাট কোহলি, ২. স্টিভ স্মিথ, ৩. কেন উইলিয়ামসন, ৪. চেতেশ্বর পূজারা, ৫. মারনাস লাবুশেন,
৬. আজিঙ্কা রাহানে, ৭. ডেভিড ওয়ার্নার, ৮. জো রুট, ৯. বাবর আজম, ১০. দিমুথ করুণারত্নে।
আইসিসি টেস্ট বোলার র্যাঙ্কিংয়ের সেরা দশ-
১. প্যাট কামিন্স, ২. কাগিসো রাবাদা, ৩. নেইল ওয়াগনার, ৪. জেসন হোল্ডার, ৫. মিচেল স্টার্ক,
৬. যশপ্রীত বুমরাহ, ৭. জস হ্যাজলউড, ৮. ভারনন ফিল্যান্ডার, ৯. জেমস অ্যান্ডারসন, ১০. টিম সাউদি।