আসিফুজ্জামান পৃথিল : কেনেথ ক্লার্ক ছিলেন ‘ফাদার অব দ্য হাউজ’। কনসারভেটিভ পার্টিল জন্য জীবন বিলিয়ে দেয়া এই রাজনীতিবীদকে দল থেকে বহিস্কার করেছিলেন বরিস জনসন। সঙ্গে বহিস্কার হয়েছিলেন আরও ২০ জন। ৪৯ বছর এমপির দায়িত্ব পালন করা কেনেথ জানিয়েছিলেন, তিনি কনসারভেটিভ পার্টির মানুষ। সতন্ত্র এমপি হওয়া তার পক্ষে সম্ভব না। তাই তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু বাকিরা নির্বাচন করেছিলেন। এদের মধ্যে ১৬ জনেরই ভরাডুবি হয়েছে।
পরাজিতদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী ডেভিড গাউকে, সাবেক অ্যঅটর্নি জেনারেল ডমিনিক গ্রেভ এবং স্বাস্থ্যমন্ত্রী অ্যঅনি জনসনের মতো হেভিওয়টরা। জয় পাওয়া ৪ জন হলেন গ্রেগ ক্লার্ক, স্টিফেন হ্যামন্ড, ক্যারোলিন নোকস এবং স্টিভ ব্রাইন।
আপনার মতামত লিখুন :