ইসমাঈল হুসাইন ইমু: কেরানীগঞ্জে ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসছে। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
উদ্ধারকারীরা জানান, আগুনে দগ্ধ হয়ে ২৮ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :