শিরোনাম

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ সিএমপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজু চৌধুরী ,চট্টগ্রাম :  ‘প্রত্যয় একটাই-মানবিক পুলিশ হতে চাই’ পুলিশ কমিশনার এর এই শ্লোগানকে চেতনায় ধারন করে ৪২তম বর্ষের যাত্রা শুরু করবে চট্টগ্রাম মেট্র্রোপলিটন পুলিশ।
আজ জাঁকজমকভাবে উদযাপিত হতে যাচ্ছে সিএমপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন।

১৯৭৮ সনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর আওতায় ৩২৩৮ জন পুলিশ সদস্য ও ০৬টি থানা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে যাত্রা শুরু হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও জনগণের জানমালের নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সিএমপি কর্তৃক গৃহীত বহুমূখী আধুনিক ও সময় উপযোগী কার্যক্রম ইতোমধ্যে জনগণের অসামান্য প্রশংসা কুড়িয়েছে।

‘নিরাপত্তায় আস্থার ঠিকানা’ এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনগণের সেবায় সদা জাগ্রত। আধুনিক ডিজিটাল ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা, হ্যালো পুলিশ কমিশনার, হ্যালো ওসি কার্যক্রম, সিআইএমএস, সিডিএমএস, ৯৯৯ জাতীয় জরুরী সেবা, ওপেন হাউজ ডে, ভিকটিম সাপোর্ট, কিশোর সংশোধন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠক, স্টুডেন্ট কমিউনিটি পুলিশ, মানবিক পুলিশ ইউনিট ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সিএমপি ইতোমধ্যে জনগণ এবং পুলিশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করতে সক্ষম হয়েছে।

জনগণের দোরগোড়ায় আইনী সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর। এছাড়াও অপরাধ দমনসহ সমাজের অসহায় দরিদ্রদের শীত বস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, অসুস্থদের সেবা প্রদান ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হয়ে উঠেছে নগরবাসীর আস্থার ঠিকানা। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়