রাশিদ রিয়াজ : রোববার সাংবাদিকদের ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ জানিয়েছেন, 'সব মুখ্যমন্ত্রীদের চিঠি লিখব। ধর্ষণ ও পক্সো মামলার তদন্ত প্রক্রিয়া ২ মাসের মধ্যে শেষ করার আর্জি জানাব।' তাঁর কথায়, ধর্ষণ ও মহিলাদের উপর অপরাধের ঘটনা খুবই নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। বলেন ধর্ষণ ও পক্সো মামলায় ২ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এই মর্মে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের মুখ্য বিচারপতিদের চিঠি পাঠাচ্ছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। শুধু তাই নয়, এই ধরনের মামলার ট্রায়ালও ৬ মাসের মধ্যে শেষ করা উচিত বলে জানাবেন তিনি। এই সময়
রোববার সাংবাদিকদের মন্ত্রী বলেন, ধর্ষণ ও নারীদের উপর অপরাধের ঘটনা খুবই নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। সব হাইকোর্টের মুখ্য বিচারপতিদেরও চিঠি লিখব। ধর্ষণ ও পক্সো মামলাগুলি ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত নিষ্পত্তির জন্য আর্জি জানাব।'
হায়দ্রাবাদে পশু চিকিত্সককে ধর্ষণ ও খুন এবং উন্নাওয়ে নিগৃহীতাকে পুড়িয়ে খুনের ঘটনায় দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে গর্জে উঠেছেন সব পক্ষ। এই অবস্থায় সদর্থক পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।
আপনার মতামত লিখুন :