মেজর (অব.) আখতারুজ্জামান : বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। গ্রাম পর্যায়েও বিএনপির সাংগঠনিক ভিত্তি রয়েছে। বিএনপির আছে বিশাল কর্মী বাহিনী এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক নেতৃত্ব। তার উপরে বর্তমান প্রেক্ষাপটে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। জনগণের মাঝে রয়েছে দলের প্রতি বিশেষ করে দেশমাতা খালেদা জিয়ার প্রতি বিশাল জনমত। এখন যদি দলের নেতৃত্ব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যিকারভাবে ইচ্ছা পোষণ করেন যে আগামী ১৬ ডিসেম্বরের আগে দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুধু একটি নির্দেশেই সারাদেশের মানুষ বিক্ষোভ ও দেশমাতার মুক্তির জন্য বিস্ফোরণ ঘটাবে।
বিএনপিতে এমন একজন নেতা বা কর্মী নেই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অমান্য করবে। গ্রামে-গঞ্জে পাতি নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি লোক এবং তার সঙ্গে তাদের সরাসরি সংযোগ আছে বলে দলে তাদের একচ্ছত্র ক্ষমতা প্রকাশ্য দেখিয়ে বেড়াচ্ছে। এসব নেতাদের সামনে বিএনপির কারও টুঁ শব্দটি করারও ক্ষমতা নেই। তাদের পরিষ্কার বক্তব্য তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি নির্দেশ ছাড়া আর কারও নির্দেশের তোয়াক্কা করে না।
তাই জনগণ মনে করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সরাসরি নির্দেশ প্রদান করেন তাহলে এসব নেতাসহ ত্যাগী নেতাকর্মী সব দ্বিধাদন্দ্ব ঝেড়ে ফেলে সবাই একযোগে রাস্তায় নেমে আসবে যার ফলে সরকার তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবে এবং ১৬ ডিসেম্বরের মধ্যে দেশমাতা খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। জাতি তাকিয়ে আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে। এখন একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই পারেন দেশমাতাকে মুক্ত করতে। জয় হবেই হবে। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :