দেবদুলাল মুন্না: ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার অভিযোগে ২৮ বছর ধরে কারাভোগ করছেন নলিনী ও তার স্বামী মুরুগান শ্রীহরণ। কিন্তু তারা দুজনেই আর কারাভোগের মানসিক যাতনা নিতে পারছেন না। তারা দুজনেই দু’দফায় নিজেরে মুক্তির দাবিতে অনশন করেছিলেন অক্টোবরে ও নভেম্বরে। কিন্তু কাজ না হওয়ায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন তারা।
ইন্ডিয়া টুডে'র একটি খবরে বলা হয় রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী প্রমাণিত হয়ে গত ২৮ বছর ধরে কারাভোগ করছেন এই দম্পতি। গত ২৭ নভেম্বর এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি অমরেশ্বর প্রতাপ সাহির কাছে চিঠি পাঠিয়েছেন নলিনী। চিঠিতে মেয়ের সাথে দেখা না করতে না পারার মানসিক চাপ থেকে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে গতকাল মঙ্গলবার জানায়, দুজনেই যদিও স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন কিন্তু তাদের ধারণা নরেন্দ্র মোদী তাদের কারাভোগের মেয়াদ কমাবেন।
চিঠিতে নলিনী লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে জেল থেকে মুক্তির পাওয়ার স্বপ্ন দেখেছি আমি ও মুরুগান। কিন্তু, এখন সে স্বপ্ন ভেঙে গিয়েছে। মুরুগান যে জেলে বন্দি আছে সেখানকার কর্তৃপক্ষ তার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি চাইলেও স্বামীর সঙ্গে দেখা করতে দেয় না। বাধ্য তামিলনাড়ুর সরকারের কাছে স্বামীকে অন্য জেলে সরানোর আবেদনও করেছি। কিন্তু, কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাচ্ছি।’
এ প্রসঙ্গে নলিনীর আইনজীবী জানান, "গত ২৮ বছর ধরে মেয়ের কাছ থেকে দূরে রয়েছে নলিনী ও মুরুগান। বিষয়টি তাদের প্রচন্ড মানসিক কষ্ট দিচ্ছে। তাই এর আগে বহুবার রাজ্য সরকারের কাছে নিজেদের মুক্তির আবেদন জানিয়েছে তারা। কারণ তারা ইতোমধ্যেই ২৮ বছর কারাভোগ করে ফেলেছেন। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি।’
থিরুপতি বালান নামের এক আইনজীবি বলেন, ‘ নলিনী ও মুরুগান আসলে মোদীজীর অনুকম্পা চাইছেন। মোদীজীর রাজনীতি কংগ্রেস বিরোধী সে জন্য তারা মনে করছেন এমন স্বেচ্ছামৃত্যুর আবেদন করলে সাজাভোগের মেয়াদ কমতে পারে।’
আপনার মতামত লিখুন :