শিরোনাম
◈ শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁ.শিয়ারি শিক্ষার্থীদের (ভিডিও) ◈ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় হোটেল ছাড়ছেন না ◈ ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে ◈ প্রবাসী মন্ত্রণালয়ের বিদেশগামীদের জন্য সতর্কবার্তা ◈ তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব ◈ ঢাকার হোটেলে আটকে আছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ◈ পঞ্চম দিনের মতো অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ◈ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার ◈ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি বিপিএলে ব্যর্থতার দায় স্বীকার করলেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:২১ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত নয়, অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে শক্তিশালী বললেন রিকি পন্টিং

আক্তারুজ্জামান : বর্তমান ক্রিকেট বিশ্ব রাজত্ব করছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরার দৌঁড়ে এক ও দুইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। এমতাবস্থায় কোন দলের বোলিং আক্রমণে ধার বেশি, জানতে চাওয়া হয়েছিলো অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছে। ভারত আক্রমণাত্মক হলেও বোলিং বৈচিত্র্যের কারণে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন পন্টিং।

সদ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। একপেশে সিরিজে টিম পেইনের দলের দাপটের সামনে অসহায় দেখিয়েছে পাকিস্তানকে। মিচেল স্টার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সামলাতে পারেননি পাক ব্যাটসম্যানরা। দুই টেস্টেই ইনিংসে হার হজম করতে হয়েছে। অন্যদিকে ভারতও ছেলেখেলা করেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে নিয়ে।

[caption id="attachment_1033584" align="aligncenter" width="587"] অস্ট্রেলিয়ার বোলিং লাইনের চার অস্ত্র। হ্যাজেলউড, লায়ন, স্টার্ক ও কামিন্স।[/caption]

এখন এ দুদলের মধ্যে কে সেরা সেটা জানতে হলে এদের লড়াই দেখতে হবে। যে লড়াই শুরু হবে আগামী বছনেরর শেষের দিকে। অনেকেই মনে করছেন, এই মুহূর্তে ভারতের পেস আক্রমণই বিশ্বসেরা। আবার কেউ বলছেন, স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের নিয়ে গড়া বোলিং লাইনই সেরা। কিন্তু পন্টিং অন্যরকম মনে করেন। ভারতকে শক্তিশালী বললেও ভারতের বোলিংয়ে কোনো বৈচিত্র্য নেই বলে মনে করছেন তিনি।

[caption id="attachment_1033586" align="aligncenter" width="533"] ভারতের বোলিং লাইন নিয়ন্ত্রণ করেন এ ত্রয়ী। ইশান্ত, শামি ও উমেশ।[/caption]

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘ভারতের বোলিং আক্রমণ অসাধারণ। গত কয়েক বছর ধরেই বুমরা ও শামি অবিশ্বাস্য বল করছে। তারপর উমেশ যাদব, ইশান্ত শর্মাও আগুন ঝরাচ্ছেন। এর সঙ্গে অশ্বিন ও জাদেজাকে যোগ করতে হবে। ভারতের আক্রমণ কোনও সন্দেহ নেই যে খুব ভাল। কিন্তু ভারতীয় স্পিনাররা অস্ট্রেলিয়ার মাটিতে এসে সমস্যায় পড়ে। ভারতীয় স্পিনারদের চেয়ে নেথান লিয়নের অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড অনেক ভাল।’

অস্ট্রেলিয়াকে দু’বার বিশ্বকাপ পাইয়ে দেয়া অধিনায়ক আরও বলেন, ‘স্টার্ক থাকায় আমাদের বোলিংয়ে যে ভারসাম্য এসেছে, সেটা আমার দারুণ লাগে। এই মুহূর্তে সেরা ছন্দেও রয়েছে ও। তাই অস্ট্রেলিয়ার আক্রমণে ধার বেশি বলেই আমার বিশ্বাস।’
আগামী বছরে অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। এর আগের সফরে বিরাট কোহালির দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়