শিরোনাম
◈ চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর ◈ রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ ঢাকায় শিক্ষার্থী-সংঘর্ষ : ক্ষমতার দায় ও দুর্বলতা, সাবেক পুলিশ কর্মকর্তা যা মনে করেন ◈ টানা দুই হারের পর জয়ের দেখা পেলো বাংলা টাইগার্স ◈ শেখ হাসিনার পতনের পর উগ্রবাদীদের উত্থান নিয়ে ব্রিটেনের সংসদীয় গ্রুপের হুঁশিয়ারি ◈ ৭ উইকেট নেই বাংলাদেশের, বড় পরাজয়ের পথে মিরাজরা ◈ সংস্কার কমিশনগুলো যেসব বিষয়ে বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ◈ এক বছরের বেশি সময় যুদ্ধ চলার পর অবশেষে যুদ্ধবিরতি হতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননে ◈ জামায়াতের ২২ দফা প্রস্তাব সংস্কার কমিশনে ◈ ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বিজেপি নেতা বললেন আমরা বিচলিত এবং চিন্তিত

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার সোনাসহ ২৫টি পদক জিতে তালিকার শীর্ষ চারে বাংলাদেশ

রাকিব উদ্দীন : সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরে চমক দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম দিনে দিপু চাকমার হাত দিয়ে একটি সোনা আসলেও দ্বিতীয় দিনে এ পর্যন্ত তিনটি সোনা জিতেছে বাংলাদেশ। ৪টি সোনাসহ মোট ২৫টি পদক জিতে তালিকায় চারে আছে বাংলাদেশ।

১৬টি সোনা জিতে স্বাগতিক নেপাল আছে সবার উপরে। ২৫টি পদক হলেও ৭টি সোনা জয় করে ভারত আছে দুইয়ে। আর তিনে থাকা শ্রীলঙ্কা ৪টি সোনাসহ মোট ৩০টি পদক জিতেছে।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসের এ আসরে ২ ডিসেম্বর প্রথম সোনা জয়ের সুখবর দেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে এই পুরস্কারটি জেতেন তিনি। দিপু ছাড়াও তায়কোয়ান্দো থেকে এদিন আরও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

আজ (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সোনা জেতেন আল আমিন। কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে পদকটি পান তিনি।

দেশের পক্ষে তৃতীয় সোনার পদক আসে মেয়েদের কারাতে ইভেন্টে। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা। সোনা জয়ের লড়াইয়ে ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন মারজানা। তার আগে ২-১ পয়েন্টে নেপালের মানিশ চৌধুরীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

হুমায়রা আক্তার অন্তরা জিতলেন দেশের হয়ে চতুর্থ স্বর্ণ পদক। কারাতে ৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি। এনিয়ে বাংলাদেশ চারটি সোনার পদক পেল। এ রিপোর্ট লেখা অবধি, আজ পেয়েছে তিনটি স্বর্ণ পদক।

এছাড়াও ২টি রূপা ১৯টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশের অ্যথলেটরা। যার সবগুলোই এসেছে কারাতে ও তায়কোয়ান্দো থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়