সাইফুর রহমান : রোববার ভোরের দিকে সাওপাওলোর দরিদ্রতম একটি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পুলিশ অভিযানের নামে আতংক ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল এমারসন মাসেরা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে একজন নারী , ৭ জন পুরুষ এবং একজন ১৪ বছরের বালকও রয়েছে। তিনি জানান, প্যারাইসোপোলিসের সাউদার্ন পাবেলোতে ৩৮ জন মিলিটারি পুলিশের একটি দল অভিযান চালানোর সময় মোটরসাইকেলে থাকা দু’জন পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। তাছাড়া এধরনের পার্টিতে মাদকসেবীরা অংশ নেয় যারা পুলিশের নির্দেশনাও মানেনা বলে দাবি করে পুলিশ। ফ্রান্স২৪, ইয়ন
দেশটির সাওপাওলো এবং রিও ডি জেনেইরোর দরিদ্রতম অঞ্চলগুলোতে সাপ্তাহিক ‘ফ্রাঙ্ক ড্যান্স পার্টি’ বেশ জনপ্রিয়। এদিনও এমন একটি স্ট্রীট পার্টিতে ৫ হাজার লোক একত্রিত হলে পুলিশ সেখানে অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থলে এসেই অতর্কিতে পিপার স্প্রে, রাবার বুলেট এবং টিয়ার ক্যানিস্টার ছোঁড়ে। এছাড়াও পুলিশ কাঁচের বোতল দিয়ে পিটিয়ে দু’জনকে মারাত্মকভাবে আহত করেছে বলে জানায় তারা।
আপনার মতামত লিখুন :