আসিফুজ্জামান পৃথিল, শাহনাজ বেগম : ইরাকি সংবিধানের ৭৬ নম্বর অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে স্পিকার মোহাম্মদ আল হালবুসি নতুন প্রধানমন্ত্রী নিয়োগ সদিতে প্রেসিডেন্ট বারহাম সালিহকে আহ্বান জানিয়েছেন। রোববারই আদেল আব্দুল মাহদি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন। তবে এতেও বিক্ষোভ কমেনি। বিক্ষোভ প্রধানত দেখা যাচ্ছে শিয়া অধ্যুষিত শহর নাসারিয়া আর নাজাফে। আল জাজিরা
এদিকে শিয়াদের পবিত্র নগরী নাজাফের একটি মাজারের প্রবেশপথ জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এরপর তারা মাজারের ভেতরে আশ্রয় নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। ইরাকের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ আল সিসতানির আহ্বানের পর শিয়ারা ব্যাপকভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। সিতানি বিক্ষোভকারীদের মৃত্যুর নিন্দা জানান এবং শিয়াদের প্রতিরোধ ও নতুন সরকার গঠনের পরামর্শ দেন। বিশ্লেষকরা বলছেন, এমনটা চলতে থাকলে সরকার বিরোধী বিক্ষোভ সাম্প্রদায়িক দাঙায় রুপ নিতে পারে।
কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিসেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বর মাস থেকে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ শতাধিক ইরাকি। আহতের সংখ্যা প্রায় ১৫ হাজার। সম্পাদনা : খালিদ আহমেদ