শিরোনাম
◈ জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ইনিংস ও ১৩৯ রানে ঢাকা মেট্রোকে হারালো সিলেট ◈ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না পাকিস্তান ◈ মারা গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ◈ প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে ইমরুলের বিদায়, জানিয়ে গেলেন সরে দাঁড়ানোর বোধশক্তি কথা ◈ সমন্বয়ক হাসনাতকে নিয়ে শিল্পী মাকসুদের পোস্ট, ব্যাপক সমালোচনা ◈ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দুগ্রুপের সংর্ঘষ, আহত ৪০ ◈ আওয়ামী লীগ নেতাদের পক্ষে যে কারণে শুনানি করলেন না অ্যাডভোকেট এহসানুল হক সমাজী ◈ ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা ◈ রিপাবলিক বাংলার কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“মানবিক পুলিশ ইউনিট” সিএমপি’র নতুন সেবা

রাজু চৌধুরী: দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মানবিক পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। সিএমপি সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সিএমপি’র কল্যাণ সভায় আলোচনা মোতাবেক “মানবিক পুলিশ ইউনিট” গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তদানুসারে কর্মকর্তাগণের সমম্বয়ে “মানবিক পুলিশ ইউনিট” গঠন করা হয়েছে।

১। উপ-পুলিশ কমিশনার(সদর), সিএমপি, চট্টগ্রাম সভাপতি।

২। অতিঃ উপ-পুলিশ কমিশনার(সদর), সিএমপি, চট্টগ্রাম সদস্য।
৩। অতিঃ উপ-পুলিশ কমিশনার(সিটি-উত্তর), সিএমপি, চট্টগ্রাম সদস্য।
৪। তত্ত্বাবধায়ক/প্রতিনিধি চিকিৎসক, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম। সদস্য।
৫। সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), সিএমপি, চট্টগ্রাম সদস্য।
৬। সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সিএমপি, চট্টগ্রাম সদস্য।
৭। সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), সিএমপি, চট্টগ্রাম সদস্য।
৮। সহকারী পুলিশ কমিশনার (পাচঁলাইশ জোন), সিএমপি, চট্টগ্রাম সদস্য।
৯। সশস্ত্র পুলিশ পরিদর্শক, ইনচার্জ, চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্প, চট্টগ্রাম সদস্য।
১০। কং/৪৩৭৫ মোঃ শওকত হোসেন, এসএএফ শাখা, সিএমপি, চট্টগ্রাম সদস্য।
আরও জানানো হয়েছে , নবগঠিত মানবিক পুলিশ ইউনিট, ১) দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাকরণ।
২) এসব রোগীদের বিনামূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহ করণ।
৩) রোগীদের অপারেশন করানো এবং অপারেশন পরবর্তী পরিচর্যা নিশ্চিতকরণ।
৪) সুস্থ না হওয়া পর্যন্ত রোগীদের পরিচর্যা নিশ্চিতকরণ।
৫) অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ।
৬) প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদান। এই কার্যক্রম সমূহ সম্পাদন করবেন।

উল্লেখ্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মোঃ শওকত হোসেন, সদর বিভাগ, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, কং/৪৬১০ মো. মাঈন উদ্দিন, সদর বিভাগ, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, কং/৩৬৮১ মাহাবুল আলম, সদর বিভাগ, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, কং/৫৯৩০ এমরান হোসেন, এসএএফ শাখা, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, কং/১৯১৫ মো. ইয়াছিন আরাফাত, রাঙ্গামাটি জেলা, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, কং/৩২৪ মো. হান্নান হোসেন, আর আর এফ, চট্টগ্রাম, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম, কং/৯৭৬৩ মো. রবিউল হোসেন, এপিবিএন, বিভাগীয় পুলিশ হাসপাতাল, কং/৭৫৮ মো. মাঈনুল ইসলাম, আর আর এফ, চট্টগ্রাম, গত ২০১১ সাল থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে পড়ে থাকা দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছে।

পুলিশের অন্যান্য দায়িত্বর পাশাপাশি এই মানবিক দায়িত্ব পালনের বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষনিক এই কাজে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অনুদান দেন এবং উপরে উল্লেখিত মানবিক পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্ত নেন। নবগঠিত এই ইউনিটের মানবিক কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম নগরীর জনগনের সাথে পুলিশের বন্ধন আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিএমপি কমিশনার। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়