শিরোনাম
◈ ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা (ভিডিও) ◈ ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আতঙ্কে বাংলাদেশিরা ◈ চালকের অনাকাঙ্ক্ষিত আচরণে গাড়ি থেকে নায়িকার লাফ ◈ হৃদস্পন্দন থেমে যাওয়া লড়াইয়ে খুলনাকে হারালো ফরচুন বরিশাল ◈ সাইফের ১৫ হাজার কোটি টাকার পারিবারিক সম্পদ ভারত সরকার দখল নেবে! ◈ মেয়েদের বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ, সর্বনিন্ম ১ লাখ টাকা  ◈ ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলেন বেক্সিমকোর শ্রমিকরা, কারখানা খুলে দেওয়ার দাবি ◈ আগুন আতঙ্কে  ট্রেন থেকে লাফিয়ে নিহত ১০ ◈ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ◈ বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মহানগর আ.লীগের সভাপতি পদে উত্তরে মায়া ও দক্ষিণে মুন্নাফী আলোচনায়

সমীরণ রায়: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা ১১টায় দু্ই মহানগর কমিটির সম্মেলন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা হবে নতুন নেতৃত্ব। সম্মেলনে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোভা পাচ্ছে নেতাদের ছবি সম্বলিত রঙবেরঙের ফেস্টুন ও পোস্টার।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতমধ্যেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের বর্তমান কমিটির নেতাদের সাংগঠনিক দক্ষতা যাচাই বাছাই করে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।ফলে মহানগরের ত্যাগি, অভিজ্ঞ ও ক্লিন ইমেজের নেতারা আসছেন নতুন নেতৃত্বে। এরই প্রেক্ষিতে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি পদে শেষ মুহূর্তের আলোচনার শীর্ষে আছেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। এছাড়া বর্তমান সভাপতি একেএম রহমতউল্লাহ, সহ-সভাপতি শেখ বজলুর রহমানের নামও শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির নাম আলোচনার শীর্ষে। এছাড়া বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কাদের খান সভাপতি প্রার্থী হলেও শেষ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছেন। একই সঙ্গে সদস্য বিএম সিরাজুল ইসলামের নাম আলোচনায় আছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান কমিটির সহ-সভাপতি আবু আহমেদ মুন্নাফী নাম আলোচনার শীর্ষে।এছাড়া অভিন্ন ঢাকা মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, বর্তমান দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নুরুল আমিন রুহুলের নাম শোনা যাচ্ছে। বর্তমান সভাপতি আবুল হাসনাতও থাকতে পারেন।তবে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন বর্তমান সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের ছেলে কাউন্সিলর ওমর বিন আবদুল আজিজ (তামিম), সহ-সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, মোর্শেদ কামাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন, গোলাম সারওয়ার কবীর। সাংগঠনিক সম্পাদক পদের নাম শোনা যাচ্ছে এফ এম শরিফুল ইসলাম। তিনি সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

এ ব্যাপারে আলাপকালে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কর্ণেল (অব.) ফারুক খান বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে।বিগত কমিটিগুলোর তাকালেই বোঝা যায়, দলে নতুন মুখ কিভাবে এসেছে।এবারও নবীন-প্রবীনের সমন্বয়ে কমিটি হবে।দলের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হবে।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমি কোনো পদে প্রার্থী নই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে চাইবেন, সেখানেই থাকবো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কাদের খান বলেন, আমি সভাপতি প্রার্থী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে চাইবেন, সেখানেই কাজ করবো। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়