শিরোনাম
◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে ◈ ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি ◈ ৮০ কিমি বেগে রাত ১টার মধ্যে ঝড় হতে পারে ঢাকাসহ ৯ অঞ্চলে ◈ সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের ◈ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে : প্রধান উপদেষ্টা  ◈ নতুন রেকর্ড সোনার দামে, ৩৩০০ ডলার ছাড়ালো আউন্স

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক ব্যবহারে যোগ্যতা লাগা উচিত, মনে করেন অভিনেত্রী শানু

নিউজ ডেস্ক: তবে সেটা শিক্ষাগত যোগ্যতা নয়, বরং একটা বোধের জায়গা থাকা উচিত। যাদের এই জায়গাটা স্ট্রং আছে তাদেরই ফেসবুকটা চালানো উচিত। চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ এসে ফেসবুকের উপকারিতা-অপকারিতা বিষয়ক প্রশ্নের পর সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের এক প্রশ্নের উত্তরে এভাবেই বলছিলেন শানু। সূত্র: চ্যানেল আই

২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম মুকুট বিজয়ী শানু। শুধু তাই নয়, নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মধ্যে মূল ধারার কোনো প্রতিযোগিতায় প্রথম বিজয়ীও তিনি। কথায় কথায় জানান, তিনি মনিপুরী সম্প্রদায়ের মেয়ে। বাবা একজন নামকরা কবি। তবে নিজের মধ্যে যে কবিত্ব আছে, সেটা তিনি আবিষ্কার করেছেন ২০১৬ সালে এসে! এরআগে লেখালেখির প্রতি আগ্রহ ছিলো না তার।

শানু বলেন, আমার বাবা একজন কবি। সে হিসেবে আমারও লেখালেখির সঙ্গে জড়িত থাকা উচিত ছিলো। আর আমি পড়াশোনাও করেছি ইংরেজি সাহিত্যে। কিন্তু সেসময় লেখালেখির প্রতি ওইভাবে আমার ভাবনাটা আসেনি। বিয়ের পর ২০১৬ সালে আমি নিজেকে একজন কবি হিসেবে আবিষ্কার করি। এখন লেখালেখির প্রতি আমার ভালোবাসাটা তীব্র!

চ্যানেল আই-লাক্স সুপারস্টার হওয়ার পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন শানু। তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটকগুলো হল বৈরাগী, পলাশ ফুলের গন্ধ, কবি, সাকিন সারিসুরি, আহ ফুটবল বাহ্ ফুটবল, আরমান ভাই বিরাট টেনশনে, চোরকাব্য, আপনঘর, কবিরাজ গোলাপ শাহ ও কর্তাকাহিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মিস্টার বাংলাদেশ। যা মুক্তি পায় ২০১৮ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়