ডেস্ক রিপোর্ট : নৌ-শ্রমিকদের গেজেট মোতাবেক বেতন প্রদান ও সদরঘাটে শ্রমিকনেতাদের উপর হামলার বিচারসহ ১১ দফা দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া।
সমাবেশে শাহ আলম বলেন, গত চার বছর ধরে ১১ দফা বাস্তবায়নে মালিক পক্ষ বিভিন্ন সময় আশ্বাস দিলেও মালিকদের হঠকারিতা ও সরকারের মালিক তোষণ নীতির কারণে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। উল্টো বিভিন্ন সময় শ্রমিক ও নেতাদের হামলার শিকার হতে হয়েছে। অসংখ্য শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ জানালেও আজ পর্যন্ত তার বিচার হয়নি। ঢাকা নদী বন্দর থেকে সকল বেআইনি নৌ-চলাচল বন্ধ ও ঢাকা নদী বন্দরকে সকল প্রকার সন্ত্রাসমুক্ত এবং কেরানি কেবিন বয়সহ সকল নৌ-যান শ্রমিককে গেজেট মোতাবেক বেতন ভাতা বোনাস প্রদানের দাবি জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, গেজেটের বাস্তবায়ন চাওয়ায় গাজী সালাউদ্দিন লঞ্চের ৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। মালিকদের ইন্ধনে সদরঘাটে সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা করে। সর্বশেষ কেন্দ্রীয় অফিসেও হামলা করে সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ১১ দফার আন্দোলনকে নস্যাৎ করতে মালিকদের অপচেষ্টায় সমস্ত নৌ-যান শ্রমিকদের ক্ষোভ চরম আকার ধারণ করেছে ।
তিনি বলেন, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দাবি পূরণ করলে শ্রমিকরা আন্দোলন থেকে বিরত থাকবে।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আফছার হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম, আব্দুল খালেক মাস্টার, কামাল উদ্দিন ড্রাইভার, আলমগীর হোসেন মাস্টার প্রমুখ।
সূত্র-দেশরুপান্তর
আপনার মতামত লিখুন :