শিরোনাম
◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার ◈ মেঘনায় জাহাজে সাত খুন: যা  বললেন জাহাজের মালিক দিপলু রানা ◈ দেশের বাজারে কমলো সোনার দাম, কার্যকর মঙ্গলবার ◈  চাঁদা না পেয়ে জামায়াত নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় লিঙ্গের সংকট নিয়ে মাবরুর রশিদ বান্নাহর থার্ড জেন্ডার ২

চ্যানেল আই: এবার জনপ্রিয় এ নির্মাতা হাজির হলেন নাটকটির সিক্যুয়েল থার্ড জেন্ডার ২ নিয়ে। ঈদুল আজহায় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ হাজির হয়েছিলেন তৃতীয় লিঙ্গের মানুষদের গল্পের ফিকশন থার্ড জেন্ডার নিয়ে। যেটি প্রশংসা কুড়িয়েছিল। নাটকটি প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন।

কদিন আগে থার্ড জেন্ডার ২ এর ট্রেলার প্রকাশের পর দর্শক তুমুল পছন্দ করে। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসা চোখে পড়ে। বুধবার সন্ধ্যা ৬টায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত হয়।

এর গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। নাটকটির প্রথম কিস্তিতে ছিলেন মুশফিক ফারহান, শাওন। এবার তারাও আছেন। সঙ্গে যুক্ত হয়েছেন সামিয়া অথৈ, সিয়াম নাসির, নাদিম প্রমুখ।

নাটকটির প্রসঙ্গে মাবরুর রশিদ বান্নাহ বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের গল্প থেকে চাইলেই ফিকশন বানানো যায়। কিন্তু অন্যরকম কাজ করতে চেয়েছি। তাদের নিয়ে রিসার্চ করতে গিয়ে বুঝেছি, তাদের জীবন অনেক দুঃখ-কষ্টের। তাদের যে ফান করা আমরা দেখি সেটা শ্রেফ জীবিকার তাগিদ। এর বাইরে সমাজে তাদের টিকে থাকা, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা অনেক সংকটের। আমার বিশ্বাস এ কাজটি দেখার পর সাধারণ মানুষ তৃতীয় লিঙ্গের মানুষের সম্মান বাড়বে।

তিনি বলেন, প্রথম কিস্তিতে যারা ছিলেন বেশীরভাগ শিল্পীরা এখানেও আছে। তবে তাদের চরিত্রগুলো এখানে অন্যভাবে উপস্থাপন করেছি। ফিকশনে থাকছে নাচ ময়না শিরোনামে একটি গান। যেটি কম্পোশিজন করেছেন আলভী, গেয়েছেন তাহসিন। যতদূর পেরেছি তুলে এনেছি। কাজটি করতে প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। অনুলিখন আইনুন নিশাত

নাটকের লিংক -

  • সর্বশেষ
  • জনপ্রিয়