দৈনিক আমাদের সময় : যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার পরিণাম আমাদের চারপাশের প্রাণ-প্রকৃতির জন্য ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে। সম্প্রতি এমন অপরিণামদর্শিতার বলী হয়েছে একটি হরিণ। উত্তর থাইল্যান্ডের খুন সাথান ন্যাশনাল পার্ক থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। প্রাণীটির পেটে প্লাস্টিকসহ ৭ কেজি আবর্জনা পাওয়া গেছে। পার্ক
কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ওই হরিণের পেটে পুরুষের আন্ডারওয়্যার, প্লাস্টিকের ব্যাগ, কফির থালা এবং প্লাস্টিকের দড়ির কিছু অংশ ছিল। শুধু তা-ই নয়, হরিণটির পেটে রবার গ্লভস, নুডলস, ছোট তোয়ালেও পাওয়া যায়। দীর্ঘদিন ধরে প্লাস্টিক খাওয়ার কারণেই হরিণটির মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের ন্যাশনাল পার্কের এক কর্মকর্তা জানান, কয়েক দিন আগে পার্কের ভেতরে তারা দশ বছর বয়সী ওই পুরুষ হরিণটিকে পড়ে থাকতে দেখেন। পরে তার পাকস্থলী থেকে ওইসব আবর্জনা বের করা হয়। হরিণটি মারা যাওয়ার কারণে থাইল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পার্কে অনুপ্রবেশকারীদের সমালোচনা করছেন।
এই ঘটনার পর পার্ক কর্তৃপক্ষেরও টনক নড়েছে। তারা ন্যাশনাল পার্ক এলাকায় প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা সংগ্রহের জন্য স্থানীয়দের একত্রিত করার লক্ষ্যে তিনটি পর্যায়ে পরিকল্পনা করছেন।
থাইল্যান্ডে প্রতিবছর ৭৫ বিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ফেলা হয়। গত বছরও থাইল্যান্ডে প্লাস্টিক খেয়ে ডুগং প্রজাতির একটি সামুদ্রিক প্রাণী মারা গিয়েছিল।
আপনার মতামত লিখুন :