সাবিহা জামান: বুধবার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চয় ইদলিব প্রদেশে সরকারি হামলায় ১৫জন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। সিরিয়ার ইদলিবসহ উত্তরপশ্চিমাঞ্চলটি ৮ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর বিদ্রোহিদের নিয়ন্ত্রেণে রয়েছে। রয়টার্স
ইদলিবের পাশের প্রদেশ আলেপ্পোর গ্রাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তরাঞ্চলে অবস্থিত কাহে শিবিরের উপর হামলা চালায় সরকার বাহিনী।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, কামানের গোলা কাহের একটি মা ও শিশু হাসপাতালে আঘাত হানে। সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি জানায় এতে হাসপাতালের কর্মীরা আহত হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ৮ বছর ধরে চলা গৃহযুদ্ধের সমর্থন দিয়ে আসছে। এবং তুরস্ক বিদ্রোহীর সমর্থক দেয়। বছরের শুরুতে যুদ্ধ বন্ধে চুক্তি হলেও তা কার্যকর হয়নি।
আপনার মতামত লিখুন :