শিরোনাম
◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয়

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিস্ফোরণে নিহতদের পরিবারে এখনও চলছে শোকের মাতাম

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে নিহতদের পরিবারের এখনো চলছে শোকের মাতম। স্ত্রী ও বড় ছেলের নাম বলতেই বারবার মূর্ছা যাচ্ছিলেন এডভোকেট আতাউর রহমান। পাশে বসে থাকা ছোট ছেলে আতিফুর রহমান (৫) বাবার কাছে একটু পরপর জানতে চাই মা কোথায়, আমি মার কাছে যাবো এসময় সান্ত¡না দিতে আসা লোকজনও কান্নায় ভেঙে পড়েন।

রোববার সকালে চট্টগ্রাম নগরীর ব্রিকফিল্ড রোড পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭ জনের মধ্যে ভবনের দেয়াল চাপায় নিহত হোন আতাউর রহমানের স্ত্রী জুলেখা বেগম ফারজানা (৩২) ও বড় ছেলে আতিকুর রহমান শুভ (১০)।

রোববার রাতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টার হাট এলাকায় বাড়িতে মা-ছেলের মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। রাত সাড়ে ৯টায় মো: আলী সিকদার বাড়িতে একই সাথে মা ও ছেলের জানাজার নামাজ শেষে পাশাপাশি তাদের লাশ দাফন করা হয়।

এদিক বিস্ফোরণে নিহত এ্যানি বড়ুয়া (৩৫) এর পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের মাস্টার বাড়িতেও চলছে শোকের মাতম। ঘটনার পরে রাত সাড়ে ৭টায় চমেক হাসপাতাল থেকে নিহত এ্যানি বড়ুয়ার লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। রাতে এ্যানি বড়ুয়ার সৎকার করা হয়। নিহত এ্যানি বড়ুয়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া অভিষেক বড়ুয়া ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া অভিজিৎ বড়ুয়া নামে দুই পুত্র সন্তান রয়েছে।

বিস্ফোরণে নিহত রংমিস্ত্রি নুরুল ইসলামের (২৭) এর মরদেহ কক্সবাজার উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়ন তুতুরবিল ১ নং ওয়ার্ডে পৌঁছালে স্বজনদের আহাজারিতে সেখানের পরিবেশ ভারি হয়ে যায়। নিহত নুরুল ইসলামের ঘরে তার ১২ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বছর খানেক আগে বিয়ে করেন নুরুল ইসলাম।

সর্বশেষ পরিচয় পাওয়া নিহত নাম মাহমুদুল হক (৩০) এর লাশ সোমবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেইল্যাকাটা সেনেরচর এলাকায় পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরে পদুয়া ইউনিয়নের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে দুর্ঘটনায় বেঁচে ফিরলেও যন্ত্রণা সহ্য করতে পারছেন না অনেকে। আহতদের অনেকেই গুরুতর জখম নিয়ে পড়ে আছেন হাসপাতালের বিছানায়। দুর্ঘটনার পর চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা নয়জন আহতের মধ্যে চারজনকে ক্যাজুয়ালিটি বিভাগে, একজনকে অর্থোপেডিক্স বিভাগে এবং অর্পিতা নাথ নামের একজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে। তবে বার্ন ইউনিটে থাকা অর্পিতা নাথের মুখমণ্ডলে বার্ন ইনজুরি থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।

রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের ‘বড়ুয়া ভবনে’ গ্যাসলাইন বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। এতে নারী শিশুসহ নিহত হোন ৭ জন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়