যুগান্তর : জালিয়াতি করে চান্স পাওয়ার পর ভর্তি হতে এসে ৫শিক্ষার্থী আটক হয়েছে। জালিয়াত চক্রের সঙ্গে জড়িত থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সামিউল ইসলাম কৌশিককে পুলিশে হস্তান্তর করা হয়েছে। জানিয়েছেন, শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।
আটক ৫জনের ৪জন বগুড়া জেলার বাসিন্দা। আটককৃতরা হলেন, সাকীদুল ইসলাম শাকিল, আবিদ মোর্শেদ, আরিফ খান রাফি, জাহিদ হাসান তামিম ও রিয়াদুল জান্নাত রিয়াদ। অধ্যাপক জহীর জানান, মঙ্গলবার ‘বি-১’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলাকালে সন্দেহজনক অবস্থায় এদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে প্রক্টরিয়াল বডি। পরে ভর্তি জালিয়াতিতে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। অনুলিখন : ম. সিদ্দিকা, সম্পাদনা : মাজহারুল ইসলাম
আপনার মতামত লিখুন :