শিরোনাম
◈ হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা, ◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা ◈ আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, দুর্নীতিবাজ সন্ত্রাস, দখলবাজ, নারী নির্যাতকদের হাত থেকে মুক্ত হতে

 

রবিউল আলম : আমাদের দেশের অনেক নেতা, সরকারি কর্মকর্তা, আইনজীবী, পুলিশ, শিল্পপতি আজ অস্বাভাবিক অর্থের মালিক। পুলিশ পদক পায়, সামাজিক কাজের জন্য স্বীকৃতি, রপ্তানির জন্য পুরস্কার, মানবসেবার জন্য জনসম্মুখে কেস দেয়া হয়। একই লোকের চেহেরা দেখতে হয় র‌্যাব-পুলিশে হ্যান্ডকাফ ও হেলমেট পরা অবস্থা কারাগারে। আমরা যারা এই গুণী মানুষগুলোকে মানব সমাজে পরিচিত করানো জন্য দিনের পর দিন অক্লান্ত শ্রম বিনিময় করেছি, আমাদের মনের অবস্থা বিবেচনা করবে কে? দুর্নীতি দমন অভিযানের পরও অনেকে অনেক দুর্নীতিবাজের পক্ষে ফেসবুকে গুণকীর্তন করছেন। অনেক দুর্নীতিবাজ পুলিশ অফিসার এখনো জবাবদিহিতায় আসেনি, অস্বাভাবিক অর্থের মালিক হয়েছেন। তারাও ফেসবুক, পত্র-পত্রিকায় প্রচার মাধ্যম ব্যবহার করে সমাজে ফেরেশতা হওয়ার অভিনয় চালিয়ে যাচ্ছেন।

অভিযানে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের কিছু কর্মকর্তার নামও যুক্ত হয়েছে, সরকারের ও প্রশাসনের অনেক রাঘববোয়াল অভিযানের জালে। তার পরও কি আমরা সচেতন। টাকার কাছে বন্দি, বন্দি আমাদের মন। কেন এই দুর্নীতিবাজদের সুপ্রচারণার অংশ হই। কেন তাদের অপকর্মকে প্রচারণায় আনতে পারছি না। কেন সরকারকে সঠিক তথ্য দিতে পারছি না। কোথায় বাধা? একবারও মনে করতে পারছি না, এই অবৈধ অর্থ জাতীয় সম্পদ, আমারও হক আছে। আমাকেই রক্ষা করতে হবে, কেন ভাবতে পারছি না। জাতির জনকের সেই বিখ্যাত উক্তি ‘সবাই পাইছে তেলের খনি, আমি পাইছি চোরের খনি’, আমরা সে কথার যথার্থ প্রমাণ করছি ফেসবুকে। নাকি শেখ হাসিনার পাশে থাকতে হবে এই চোরদের প্রতিরোধে। জাতি আজ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলবাজ, নারী নির্যাতনকারীদের থেকে মুক্ত হতে। দেশ উন্নয়ন চলছে। বিশ্ব আজ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। অপরাধমুক্ত করতে একমাত্র শেখ হাসিনাই পারবে আমার বিশ্বাস। মাটির নিচ থেকে তুলে আনবেন অপরাধীকে। এই দুর্নীতি বিরোধী অভিযান হোক বাংলার শেষ অভিযান, আমরা সে আশায় থাকলাম। লেখক : রাজনীতিবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়