আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ৫শ গ্রাম স্বর্ণে (৭টি বার)সহ তাওয়াবুর রহমান নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর ৫টার সময় ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাওয়াবুরকে আটক করে ৪৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি টহল দল।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্ণেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে মেহেরপুর হয়ে একজন চোরাকারবারী ভারতে স্বর্ণ পাচার করছে।
এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি’র ২নং গেটের সামনে ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনে অভিযান চালিয়ে তাওয়াবুরকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫শ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।
আটক তাওয়াবুর মেহেপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র। আটক স্বর্র্ণসহ তাওয়াবুরকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। সম্পাদনা: জেরিন মাশফিক
আপনার মতামত লিখুন :