শিরোনাম
◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয়

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফের কন্যাশিশুকে জীবন্ত মাটিচাপা, বাবা আটক

ডেস্ক রিপোর্ট : ভারতের তামিলনাড়ুতে এবার ১৭ দিনের কন্যাশিশুকে জীবন্ত মাটিচাপা দেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ২৩ দিনে দেশটিতে তিনবার একই ধরনের ঘটনা ঘটল। যুগান্তর

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সুনদারেসাপুরাম গ্রামে থেনপেন্নাই নদীর তীরে একটি গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় শিশুটির বাবা বরধরাজনকে (২৯)।

শিশুটির মায়ের দেয়া তথ্য থেকে জানা যায়, ১৭ দিন আগে পন্ডিচেরি হাসপাতালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। তখন থেকেই শিশুটিকে মেরে ফেলার চেষ্টা করছেন পুত্রপাগল বরধরাজন। কন্যা জন্ম দেয়ায় তার ওপর মানসিক নির্যাতনও চালিয়েছেন তিনি।

শিশুটির বয়স যখন তিনদিন, তখনই একবার তাকে হত্যার চেষ্টা করেন বরধরাজন। ওই সময় স্বজনদের চোখে পড়ে যাওয়ায় পালিয়ে যান তিনি।

পরে মঙ্গলবার শিশুটির মা ঘুমিয়ে পড়লে নবজাতকটিকে চুরি করে নদীর তীরে চলে যান বরধরাজন।

সকালে ঘুম থেকে ওঠে বাচ্চাটিকে দেখতে না পেয়ে চিৎকার জুড়ে দেন মা। পুলিশকে খবর দিলে তল্লাশি চালিয়ে বরধরাজনকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যতেই নদীতীরে গর্ত খুঁড়ে উদ্ধার করা হয় বাচ্চাটির নিথর দেহ।

শিশুটির মরদেহ উদ্ধারের পর শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে। বরধরাজনের বিরুদ্ধে শিশুহত্যার অভিযোগ দায়ের করেছে পুলিশ।

এর আগে ৩১ অক্টোবর হায়দ্রাবাদে মেয়ে নবজাতককে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেয়ার সময় তার বাবা ও দাদাকে আটক করে পুলিশ। একই ঘটনায়, ১৪ অক্টোবর দেশটির উত্তর প্রদেশ থেকে আরও এক বাবাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়