শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের শুরুতেই মির্জাগঞ্জে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে শীতের আগমন উপলক্ষে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগর ও ব্যবসায়ীরা। দিনে গরম, রাতে ঠাণ্ডা আর সাত সকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানিয়ে দেয় যে ‘শীত এসে গেছে। তৈরি হও শীতবস্ত্র নিয়ে শীত মোকাবেলায়’।

জানা গেছে, উপজেলায় আগাম শীত জেঁকে বসার কারণে লেপ-তোষক বিক্রি বেড়ে যাওয়ায় খোশমেজাজে দিন কাটাচ্ছে কারিগর ও লেপ-তোষক ব্যবসায়ীরা। মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের কম্বল খোঁজাখুঁঁজি শুরু না হলেও শীত মোকাবেলায় বিভিন্ন শ্রেণির মানুষের লেপ-তোষকের দোকানগুলোতে ভীড় করতে শুরু করেছেন।

গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, উপজেলা সদর. চৈতা বাজার, মহিষ কাট বাজার, মির্জাগঞ্জ বাজার , দেউলী বাজার , কাকড়াবুনিয়া বাজার, ভয়াং বাজার, খলিশাখালী বাজারে লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। দিনরাত সমানে ব্যস্ত অর্ডার নেয়া, আর তৈরি করা লেপ-তোষক সরবরাহ করা নিয়ে। বর্তমানে একটি লেপ বানাতে খরচ নেয়া হচ্ছে ২ হাজার থেকে পঁচিশত টাকা পর্যন্ত।

কারিগররা জানান, কাপড়, সুতা এবং তুলার দাম বেশি হওয়ায় খরচ আগের তুলনায় এখন অনেক বেশি।

মির্জাগঞ্জ মাজার মোড়ে লেপ-তোষক ব্যবসায়ী মো. ছোরাফ হোনসন জানান, গতবছর ১৫ শত টাকায় যে লেপ বানানো হয়েছে এবছর সেটা প্রায় পঁচিশ শত টাকা খরচ পড়ছে। একই কথা জানান সুবিদখালী বাজারের লেপ-তোষক কারিগর পনু বেপারী।

তিনি জানান, প্রকারভেদে গত বছরের চেয়ে খরচ বেশি হচ্ছে একটি লেপ বানাতে।

মির্জাগঞ্জ গ্রামের সুমন জানান, গতবছর ১৫ শত টাকা দিয়ে একটি লেপ তৈরি করেছি, কিন্তু এবার সেই লেপ বানাতে খরচ হয়েছে ২ হাজার টাকা। লেপ-তোষক ব্যবসায়ীরা জানান, এবছর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়