ডেস্ক রিপোর্ট : পানির বোতলের দাম ৬৫ লাখ টাকা। মার্কিন সংস্থা বেভারলি হিলস এমনই বোতল বাজারে এনেছে। আর এই আকাশছোঁয়া দাম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে বোতলের সঙ্গেই পাওয়া যাবে পানিও। বাংলাদেশ প্রতিদিন
এই আকাশছোঁওয়া দামের জন্য যুক্তিও দিয়েছে সংস্থাটি। এই বোতলটির নকসা করেছেন একজন স্বর্ণকার। বোতলের ছিপি তৈরি হয়েছে ৬০ গ্রামের সোনা দিয়ে। তার উপরে রয়েছে হীরা। এছাড়াও বোতলের গায়ে থাকবে ২৫০টি কালো হীরা। তাই এই বোতলটির এমন দাম যথেষ্ট পরিমাণে প্রাসঙ্গিক বলেই মনে করছে এই সংস্থা।
মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই বাজারে এসে গেছে এই মহামুল্যবান বোতল। তার সঙ্গেই থাকবে অ্যালকালিন, ইলেক্ট্রোলাইট মেশানো সুস্বাদু এবং পানি। বাজারে এলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মহার্ঘ বোতল।
আপনার মতামত লিখুন :