শিরোনাম
◈ করমুক্ত আয় সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বারের ◈ যুক্তরাজ্য থেকে ১৩৭৬ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার ◈ সায়েদাবাদ পানি শোধনাগারের জন্য ১৫১৩ কোটি টাকা অনুমোদন ◈ ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনায় অস্ত্র আমদানিতে ভারতের কৌশলগত পরিবর্তন ◈ অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে: ডিএমপি কমিশনার ◈ দিনে কেউ ফল বিক্রেতা-অটোরিকশাচালক, রাতে ডাকাত (ভিডিও) ◈ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার মিথ্যা তথ্য পৌঁছেছে যুক্তরাষ্ট্রে: মার্কিন সিনেটর গ্যারি পিটার্স  ◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ◈ দেড় ঘন্টার বেশি সময় পর ট্রাম্প-পুতিন ফোনালাপ সমাপ্ত ◈ হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক: মার্কিন সিনেটরকে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূল নাই কিনার নেই লক্ষ্মীপুরের দালালবাজারের খোয়া সাগর দীঘির, ঠাসা পর্যটকে

শেখ নাঈমা জাবীন : ল²ীপুরের দালালবাজারের খোয়া সাগর দীঘি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ঘুরতে আসেন হাজারো ভ্রমন পিপাসু মানুষ। জেলা প্রশাসক বলছেন, সরকারি উদ্যোগে চলছে দীঘির সৌন্দর্য বর্ধনের কাজ। এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তার আশা, ভবিষ্যতে এই দীঘি পর্যটনশিল্প বিকাশে ভূমিকা রাখবে। একাত্তর টিভি,

প্রায় ২৫ একর এলাকা জুড়ে ল²ীপুর সদরের এই খোয়া সাগর দীঘি। বিশাল এই দীঘির এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত চোখে পড়ে না। চারপাশে ঘন গাছের সারির মাঝে দীঘির স্বচ্ছ জল। তাইতো এখানে প্রতিদিন ঘুরতে আসেন হাজারো মানুষ।

সন্ধ্যায় দীঘির পূর্ব-পশ্চিমপাড় সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠে। পর্যটকরা বলেছেন, দীঘির এই সৌন্দর্য মনে প্রশান্তি এনে দেয়। সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন তারা। খোয়া সাগরকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ল²ীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, এরই মধ্যে দীঘির সৌন্দর্য বাড়াতে পর্যটন মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে। গত অর্থবছরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দ থেকে চলছে এর উন্নয়ন কাজ।

তিনি বলেন, আমরা পর্যটকদের আকর্ষনের জন্য দীঘির সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছি। আশা করি কাজ শেষ হলে ল²ীপুরের সাধারণ মানুষ তা উপভোগ করবে এবং পর্যটন শিল্প বিকাশে খোয়া সাগর দীঘি একটি অনন্য ভূমিকা পালন করবে।

১৭৫৫ সালে জমিদার ব্রজভল্লব রায় খনন করেন দীঘিটি। এরই মধ্যে খোয়া সাগর দীঘি প্রতœতত্ত¡ বিভাগের গেজেটভূক্ত হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন, খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়