শিরোনাম
◈ অনুমোদন পেল ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় ◈ মুস্তাকিমের অনন্য রেকর্ড, ৫০টি চার ও ২২ ছক্কায় করেছেন ৪০০ রান, দল জিতেছে ৭৩৮ রানে ◈ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে জাতীয় দলে নেওয়ার দাবিতে লং মার্চের ডাক ◈ ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী ◈ অসহায় গ্রামবাসীদের পাশে ফুটবলার হামজা চৌধুরী ◈ নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে গেলো পাকিস্তান ◈ নেতাকর্মীদের আস্তে আস্তে খেতে বলার ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী 'আরসা'র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার ◈ এনজিওর দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতন: পুরুষ কর্মীকে বিদ্যুতের শক দেওয়া হয়, নারী কর্মীকে নগ্ন করে ভিডিও ধারন ◈ যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলী হামলা নৃশংস ও বর্বরোচিত : সাইফুল হক

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কূল নাই কিনার নেই লক্ষ্মীপুরের দালালবাজারের খোয়া সাগর দীঘির, ঠাসা পর্যটকে

শেখ নাঈমা জাবীন : ল²ীপুরের দালালবাজারের খোয়া সাগর দীঘি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ঘুরতে আসেন হাজারো ভ্রমন পিপাসু মানুষ। জেলা প্রশাসক বলছেন, সরকারি উদ্যোগে চলছে দীঘির সৌন্দর্য বর্ধনের কাজ। এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তার আশা, ভবিষ্যতে এই দীঘি পর্যটনশিল্প বিকাশে ভূমিকা রাখবে। একাত্তর টিভি,

প্রায় ২৫ একর এলাকা জুড়ে ল²ীপুর সদরের এই খোয়া সাগর দীঘি। বিশাল এই দীঘির এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্ত চোখে পড়ে না। চারপাশে ঘন গাছের সারির মাঝে দীঘির স্বচ্ছ জল। তাইতো এখানে প্রতিদিন ঘুরতে আসেন হাজারো মানুষ।

সন্ধ্যায় দীঘির পূর্ব-পশ্চিমপাড় সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠে। পর্যটকরা বলেছেন, দীঘির এই সৌন্দর্য মনে প্রশান্তি এনে দেয়। সরকারি উদ্যোগে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন তারা। খোয়া সাগরকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ল²ীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, এরই মধ্যে দীঘির সৌন্দর্য বাড়াতে পর্যটন মন্ত্রনালয়ে চিঠি দেয়া হয়েছে। গত অর্থবছরে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দ থেকে চলছে এর উন্নয়ন কাজ।

তিনি বলেন, আমরা পর্যটকদের আকর্ষনের জন্য দীঘির সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছি। আশা করি কাজ শেষ হলে ল²ীপুরের সাধারণ মানুষ তা উপভোগ করবে এবং পর্যটন শিল্প বিকাশে খোয়া সাগর দীঘি একটি অনন্য ভূমিকা পালন করবে।

১৭৫৫ সালে জমিদার ব্রজভল্লব রায় খনন করেন দীঘিটি। এরই মধ্যে খোয়া সাগর দীঘি প্রতœতত্ত¡ বিভাগের গেজেটভূক্ত হয়েছে। সম্পাদনা : কায়কোবাদ মিলন, খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়