শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নির্মাণাধীন বিসিজিএস অপূর্ব বাংলার লঞ্চিং অনুষ্ঠিত

সুজন কৈরী : নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য ২টি ইনশোর প্যাট্রেল ভেসেলের (আইপিভি) একটি বিসিজিএস অপূর্ব বাংলার লঞ্চিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। আরো উপস্থিত ছিলেন ডিইডব্লিউ নারায়ণগঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর শামসুল আলম, নৌ বাহিনী, কোস্ট গার্ড, ও ডকইয়ার্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

কোস্ট গার্ড বাহিনী বাংলাদেশের জলসীমায় জাতীয় স্বার্থ সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমানায় এবং উপক‚লের অপারাধ মূলক কর্মকান্ড রোধে কোস্ট গার্ডের ভূমিকা অপরিসীম। কোস্ট গার্ডকে আধুনিকায়নের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উদ্যোগের অংশ হিসেবে জাহাজটির লঞ্চিং করা হলো।

অনুষ্ঠানে কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, নারায়নগঞ্জ ডকইয়ার্ডের সঙ্গে কোস্ট গার্ডের গভীর সম্পর্ক রয়েছে। এই ইয়ার্ড কোস্ট গার্ডের জন্য দেশের সর্বপ্রথম জেট প্রপালশান প্রযুক্তির বোট নির্মান করেছে, যা কোস্ট গার্ডের অপারেশনাল কর্মকান্ড বৃদ্ধির পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে অন্যতম ভ‚মিকা পালন করেছে। নির্মিতব্য জাহাজ দুটি কোস্ট গার্ড বাহিনীতে সংযোজিত হলে দেশের সমুদ্র বন্দর, বহিঃনোঙর এবং ‘ব্লু-ইকোনমি’ সংশ্লিষ্ট এলাকায় গুরুত্বপূর্ণ টহলকাজে নিয়োজিত থাকবে। বিশেষ করে দেশের সমুদ্র এলাকায় সার্ভেল্যান্স, এন্টি পাইরেসি, এন্টি স্মাগলিং, এন্টি ড্রাগ ট্রাফিকিং, মৎস্য সম্পদ সংরক্ষণ, সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে জাহাজগুলি ব্যবহৃত হবে। এ সকল নিরাপত্তার সংক্রান্ত কাজের পাশাপাশি জাহাজগুলি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলে ত্রাণ ও উদ্ধার তৎপরতা পরিচালনার কাজেও ব্যবহৃত হবে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. হায়াত ইবনে সিদ্দিক বলেন, ২০১৭ সালের ৬ জুন কোস্ট গার্ড ও ডিইডব্লিউ নারায়নগঞ্জের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আইপিভি ২টি নির্মান করা হচ্ছে। এর মধ্যে একটি বিসিজিএস অপূর্ব বাংলা মঙ্গরবার লঞ্চিং করা হয়েছে। বিসিজিএস অপূর্ব বাংলা দৈর্ঘ্যে ৫২ দশমিক ৮ মিটার এবং জাহাজটি সর্বোচ্চ ২৩ নটগতিতে চলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়