তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মেরামত কাজের জন্য বন্ধ হওয়ার প্রায় চার মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার উৎপাদন শুরু হয়েছে। সোমবার বিকালে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বিষয়টি এশিয়ান এইজ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি। এর আগে চলতি বছরের ১২ মে দুপুরে মেরামত কাজের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে কারখানা বন্ধের কারণে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হিসেবে ১০১ দিনে প্রায় ১৬৯ কোটি ৬৮ লাখ টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে। তবে কারখানাটি বন্ধ থাকলেও কমান্ড এরিয়াভুক্ত ৬ জেলায় সার সরবরাহে কোন ব্যাঘাত হয়নি বলে জানানো হয় কারখানার পক্ষ থেকে।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক(প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী জানান, চলতি বছরের ১১ মে শনিবার কারখানার ২০১৮-২০১৯ সালে বিসিআইসি থেকে বেঁধে দেয়া দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের টার্গেট পূরণ করা হয়েছে। আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের কারণেই চলতি বছরের ১২ মে রোববার সকাল থেকে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়েছিল। বন্ধের সময়ে কারখানার যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন লাগানো হয়েছে।
তিনি আরো জানান, ২০১৮-২০১৯ অর্থ বছরের কারখানার দেড় লক্ষ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি কর্তৃপক্ষ। যা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে।
আপনার মতামত লিখুন :