শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

  জিএম কাদের বিরোধীদলীয় নেতা, স্পিকারকে জাপার চিঠি

খালিদ আহমেদ : দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির পক্ষ থেকে স্পিকারের দফতরে ওই চিঠি পাঠানো হয়। স্পিকার দফতরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২২ টি আসনে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মত বিরোধী দল হিসেবে একাদশ সংসদে যোগ দেয় জাতীয় পার্টি। আর বিরোধীদলীয় নেতার আসনে বসেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও অসুস্থতার কারণে শুরু থেকেই প্রায় নিষ্ক্রিয় ছিলেন তিনি।

এরশাদ মারা যাওয়ারও দুই মাস পূর্ণ হতে চললো। সব মিলিয়ে বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছাড়াই সংসদ চলছে টানা ৮ মাস। কিন্তু কে হবেন, বিরোধী দলের পরবর্তী নেতা, তা নিয়ে এখনো সিদ্ধান্তেই পৌছাতে পারেনি জাতীয় পার্টি। জিএম কাদের, নাকি আবারো রওশন এরশাদ। এ নিয়ে দলের মধ্যে চলছে ঠান্ডা লড়াই।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জিএম কাদের জানান, এখনো কারো নামই চূড়ান্ত নয়। বিষয়টি নিষ্পত্তি হবে ৮ তারিখের আগে।

যদিও তার কয়েকঘণ্টা পরেই বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেন জিএম কাদের।

তবে রোববার দেয়া সাক্ষাতকারে মহাসচিবের ইঙ্গিত ছিলো, বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদই।

একাদশ সংসদে প্রথমে বিরোধীদলের উপনেতার দায়িত্ব পেয়েছিলেন জিএম কাদের। এরশাদ জীবিত থাকা অবস্থায় এ পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে রওশনকে দায়িত্ব দিয়ে যান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়