শিরোনাম
◈ ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি ◈ ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবর্তনের আইকন ৩৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি

মাজহারুল ইসলাম : ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায় প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলিটি খুঁজে পান অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। যুক্তরাষ্ট্রের ওহাইয়োর ক্লিভল্যান্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাথে যুক্ত বিজ্ঞানী সেলাইসি বলেন, তিনি এই খুলিটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি আরও বলেন, আমি নিজেই নিজেকে বলি, আমি যা দেখছি সেটি কি আসলেই সত্যি? এরপর হঠাত্ই আমি লাফিয়ে উঠি। বুঝতে পারি, যা আমার সারা জীবনের স্বপ্ন ছিলো তা পেয়েছি। বিবিসি

জানা যায়, মানুষের পূর্বপুরুষ হিসেবে পরিচিত এপ প্রজাতির পাওয়া নমুনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে এটি। এটা সবচেয়ে পুরনো অস্ট্রালোপিথিসিন যা প্রায় ৪২ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। ধারণা করা হয়, খুঁজে পাওয়া ওই আনামেনসিস ছিলো আরও উন্নত প্রজাতির যা অস্ট্রালোপিথিকুস আফারেনসিস নামে পরিচিত এবং এর সরাসরি বংশধর। এই উন্নত প্রজাতি প্রাথমিক মানুষের প্রথম জেনাস বা বর্গ বা দল। তাদের পূর্বজ হোমো নামেও পরিচিত ছিলো। আধুনিক যুগে মানুষের বর্গকেও হোমো বলা হয়।

সেলাইসির আবিষ্কার সম্পর্কে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সঙ্গে জড়িত অধ্যাপক ফ্রেড স্পুর ন্যাচার বলেছেন, দেখে মনে হচ্ছে, মানুষের বিবর্তনের আরেক আইকন হতে যাচ্ছে এই আনামেনসিস। ওই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম অস্ট্রালোপিথিকুস আনামেনসিস। এর আগে ১৯৭৪ সালে আবিষ্কার হওয়া প্রথম আফারেনসিস কংকাল নিয়েও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিলো। তার নাম দেয়া হয় লুসি। মজার ব্যপার হলো বিটলসের বিখ্যাত, লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস  গানটি খননের এলাকায় বাজার সময় কংকালটি আবিষ্কার হওয়ায় সেটির নাম লুসি দেয়া হয়েছিলো। সম্পাদনা : আহমেদ শাহেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়